কবি, গল্পকার ও সাংবাদিক অমিতাভ পাল আর নেই। বুধবার দুপুরে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি মারা যান। বেসরকারি টেলিভিশন একাত্তর টিভির যুগ্ম বার্তা সম্পাদক হিসেবে কর্মরত ছিলেন তিনি।
অমিতাভ পালের সহকর্মী শেখ সাদী ঘটনার সত্যতা নিশ্চিত করে সংবাদ প্রকাশকে বলেন, “নেত্রকোনায় শ্বশুরালয় সংলগ্ন কোনো এক পূজা মণ্ডপে তিনি অসুস্থ হয়ে পড়েন। হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।”
১৯৬২ সালের ৫ ডিসেম্বর ময়মনসিংহে অমিতাভ পালের জন্ম। তার বাবা কবি আশুতোষ পাল। বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে অমিতাভ কৃষিবিজ্ঞানে স্নাতক এবং সুইডেন থেকে পরিবেশ বিজ্ঞানে ডিপ্লোমা ডিগ্রি অর্জন করেন।
উন্নয়নকর্মী হিসেবে কর্মজীবন শুরু করে সব শেষ সাংবাদিকতা পেশায় যুক্ত থাকেন তিনি। তার প্রকাশিত বইগুলো হলো : রাতপঞ্জি, পুনর্নিবাচিত আমি, গণবেদনার গাথা, অ্যাপসগুলি, অসচরাচর।