• ঢাকা
  • মঙ্গলবার, ১৮ মার্চ, ২০২৫, ৩ চৈত্র ১৪৩০, ১৭ রমজান ১৪৪৬

কওমি মাদ্রাসা খোলার সিদ্ধান্ত হয়নি


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: আগস্ট ৬, ২০২১, ০৮:৩৫ এএম
কওমি মাদ্রাসা খোলার সিদ্ধান্ত হয়নি

দেশের সব কওমি মাদ্রাসা খুলে দেওয়ার বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।

বৃহস্পতিবার (৫ আগস্ট) রাতে শিক্ষা মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে তথ্য জানায়।

শিক্ষা মন্ত্রণালয় জানায়, বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশের মহাপরিচালক (ভারপ্রাপ্ত) মাওলানা মোহাম্মদ জোবায়ের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে দাবি করা হয়, শিক্ষা মন্ত্রণালয় ১৬ আগস্ট বুধবার থেকে দেশের সব কাওমি মাদ্রাসা খুলে দেওয়ার অনুমতি দিয়েছে, যা সত্য নয়। দেশের কওমি মাদ্রাসাসমূহ খুলে দেওয়ার বিষয়ে শিক্ষা মন্ত্রণালয় এখনো কোনো সিদ্ধান্ত দেয়নি। 

করোনা মহামারির কারণে ২০২০ সালের ১৮ মার্চ থেকে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রয়েছে। এই বছর ২৯ জুলাই সব শিক্ষাপ্রতিষ্ঠান এবং ইবতেদায়ি ও কওমি মাদ্রাসার চলমান ছুটি আগামী ৩১ আগস্ট পর্যন্ত বাড়ানো হয়। 

এর আগে শিক্ষামন্ত্রী বলেন, দেশের করোনা পরিস্থিতি স্বাভাবিক হলে শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়া হবে। শিক্ষক-শিক্ষার্থীদের টিকার আওতায় আনার প্রক্রিয়া চলছে।

Link copied!