• ঢাকা
  • বুধবার, ১২ ফেব্রুয়ারি, ২০২৫, ২৯ মাঘ ১৪৩০, ১৩ শা'বান ১৪৪৬

‘ওয়ার্ড পর্যায়েও টিকাদান কার্যক্রম শুরু হবে’


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: জুলাই ২৭, ২০২১, ০৫:০২ পিএম
‘ওয়ার্ড পর্যায়েও টিকাদান কার্যক্রম শুরু হবে’

চলমান বিধিনিষেধ আগামী ৫ আগস্ট পর্যন্ত চলবে বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। 

মঙ্গলবার (২৭ জুলাই) বিধিনিষেধ নিয়ে বৈঠক শেষে সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রী একথা বলেন।

শিল্প-কারখানা আগামী ৫ আগস্টের আগে খুলছে না উল্লেখ করে আসাদুজ্জামান খান কামাল বলেন, “৫ আগস্টের আগে শিল্প-কারখানা খুলে দিতে প্রতিনিধিরা আমাদের অনুরোধ করেছিলেন। কিন্তু আমরা সেটি গ্রহণ করতে পারিনি।”

আগামী ৭ আগস্ট থেকে ইউনিয়ন পর্যায়ে টিকাদান কার্যক্রম শুরু হবে মন্ত্রী জানান। 

স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, “যাদের এনআইডি বা জন্ম নিবন্ধন কার্ড নেই তাদেরও কিভাবে টিকার আওতায় আনা যায় সেটা আমরা ভেবে দেখছি।”

ভবিষ্যতে ওয়ার্ড পর্যায়েও টিকাদান কার্যক্রম শুরু হবে বলেও তিনি আশা প্রকাশ করেন। 

Link copied!