• ঢাকা
  • রবিবার, ০৬ জুলাই, ২০২৫, ২১ আষাঢ় ১৪৩২, ১০ মুহররম ১৪৪৬

এসপিসির সিইও আল আমিন ও তার স্ত্রী কারাগারে


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: অক্টোবর ৪, ২০২১, ০৬:৩৬ পিএম
এসপিসির সিইও আল আমিন ও তার স্ত্রী কারাগারে

দেশে ই-কমার্সের নামে এমএলএম ব্যবসা পরিচালনাকারী ‘এসপিসি ওয়ার্ল্ড এক্সপ্রেসে’র প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ও ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আল আমিন ও তার স্ত্রী শারমিন আক্তারকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।

সোমবার (৪ অক্টোবর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জসীমের আদালত তাদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।

রোববার (৩ অক্টোবর) সন্ধ্যায় আল আমিন প্রধানকে গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিশ্চিত করেন সিআইডির মিডিয়া সেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. আজাদ রহমান।

প্রতারণা, অর্থ আত্মসাৎ ও জালিয়াতির অভিযোগে তাদের গ্রেপ্তার করা হয়। তারা বিরুদ্ধে অবৈধভাবে ব্যবসা পরিচালনা করে আসছিল বলে জানিয়েছে সিআইডি।

সিআইডি জানায়, ‘এসপিসি ওয়ার্ল্ড এক্সপ্রেসে’র বিরুদ্ধে অভিযোগ, দীর্ঘদিন ধরে গ্রাহকের জমানো টাকা দিচ্ছে না প্রতিষ্ঠানটি। তারা ডিজিটালি এমএলএম ব্যবসা করছে বলেও অভিযোগ রয়েছে। 

Link copied!