• ঢাকা
  • শুক্রবার, ২১ মার্চ, ২০২৫, ৬ চৈত্র ১৪৩০, ২০ রমজান ১৪৪৬

এলাকাবাসীর চোখে আসামি জিনিয়া


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: অক্টোবর ৬, ২০২১, ০৪:৩৭ পিএম
এলাকাবাসীর চোখে আসামি জিনিয়া
ছবিতে জিনিয়া ওরফে টিকটক জিনিয়া

রাজধানীর পল্লবীতে তিন কলেজছাত্রী নিখোঁজের ঘটনার মামলায় ৩ নম্বর আসামি জিনিয়া ওরফে টিকটক জিনিয়া (১৮)। এই টিকটকার তরুণীর বিষয়ে চাঞ্চল্যকর তথ্য দিয়েছেন পল্লবী এলাকাবাসী।

এদিকে তিন কলেজছাত্রী নিখোঁজের ঘটনার পর আইনশৃঙ্খলা বাহিনীর জিজ্ঞাসাবাদে ইয়াবা সেবন ও একাধিক প্রেমের কথা জিনিয়া স্বীকার করেছেন বলে জানিয়েছে একটি সূত্র।

স্থানীয়রা বলেন, “তিন কলেজছাত্রী নিখোঁজের ঘটনায় দুই দিন আগে যখন এই মেয়েকে পুলিশ ধরে নিয়ে যায় তখন জানতে পারি সে কবিরাজের মেয়ে, টিকটক করে। কবিরাজ বাবা মারা যাওয়ার পরই আরও বেপরোয়া হয়ে পড়েন টিকটকার জিনিয়া। তবে তার পরিবারে উপার্জনক্ষম কোনো ব্যক্তি নেই। বড় ভাই থাকলেও তিনি বেকার।

মজনু আরও বলেন, “জিনিয়া পরিবারের সদস্যদের মধ্যে সবার ছোট। এলাকায় সবাই জানে সে টিকটক করে আর বিদেশে লোক পাঠায়। আবার মানুষকে বিভিন্ন জায়গায় চাকরির ব্যবস্থা করে দেয়।”

আরেক স্থানীয় বাসিন্দা আলম বেপারি বলেন, “জিনিয়ার পরিবার আগে বস্তিতে ভাড়া থাকতো। এখন মিরপুর ১১ নম্বরের এভিনিউ ফাইভের ১৫ নম্বর রোডের একটি ফ্ল্যাটে ভাড়া থাকে। কিছুদিন আগে তার বাবা মারা যান। তিনি কবিরাজি করতেন। কবিরাজি করতে গিয়ে অনেক লোককে জাদুটোনা করেছেন।”  

এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে নিজেকে বনফুল আদর্শ গ্রিন হার্ট কলেজের শিক্ষার্থী পরিচয় দিতো জিনিয়া। এছাড়া তার ফেসবুক প্রোফাইলে নিজের নাম লিখেছেন, জিনিয়া জামান রোজি ওরফে বুলেট।

গত ৩০ সেপ্টেম্বর পরিবারের কাউকে কিছু না বলে তিন কলেজছাত্রী বাসা থেকে বের হয়। বের হওয়ার সময় তারা সবাই বাসা থেকে কয়েক লাখ টাকা, গহনা, স্কুল সার্টিফিকেট ও দামি মোবাইল নিয়ে যায়।

এ ঘটনায় ওই তিন ছাত্রীর একজনের মা গত ১ অক্টোবর পল্লবী থানায় একটি লিখিত অভিযোগ করেন। 

এরপর শনিবার (২ অক্টোবর) রাতে ৪ জনকে আসামি করে মামলা দায়ের করেন নিখোঁজ শিক্ষার্থী কাজী দিলখুশ জান্নাত নিসার বোন অ্যাডভোকেট কাজী রওশন দিল আফরোজ। মামলায় ৪/৫ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে।

মামলার আসামিরা হলেন- মো. তরিকুল্লাহ (১৯), মো. রকিবুল্লাহ (২০), জিনিয়া ওরফে টিকটক জিনিয়া (১৮), শরফুদ্দিন আহম্মেদ আয়ন (১৮)।

অন্যদিকে রাজধানীর পল্লবী থেকে নিখোঁজ তিন কলেজছাত্রীকে আব্দুল্লাহপুর থেকে উদ্ধার করেছে র‍্যাব।

পল্লবীর বাসা থেকে বের হওয়ার পর প্রথমে তারা কুমিল্লায় যান, পরে কক্সবাজার সি সাইন হোটেলে ওঠেন। ফেরার পথে গাজীপুর থেকে র‍্যাব তিন কলেজছাত্রীকে উদ্ধার করে।

বুধবার (৬ অক্টোবর) র‍্যাব-৪-এর অধিনায়ক মোজাম্মেল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। 

মেহজাবিন নামের এক নারী তাদের প্ররোচিত করেছে বলে দাবি করেছেন উদ্ধারকৃত কলেজছাত্রীরা। 

তবে তাদের বক্তব্য খতিয়ে দেখছে বলে জানিয়েছে র‌্যাব।

Link copied!