• ঢাকা
  • বুধবার, ২৩ অক্টোবর, ২০২৪, ৭ কার্তিক ১৪৩১, ১৯ রবিউস সানি ১৪৪৬

এনু-রুপনের অর্থ পাচার মামলার রায় আজ


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: এপ্রিল ৬, ২০২২, ১০:১৬ এএম
এনু-রুপনের অর্থ পাচার মামলার রায় আজ

ক্যাসিনো-কাণ্ডে আলোচিত দুই ভাই এনামুল হক ভূঁইয়া এনু, রুপন ভূঁইয়াসহ ১১ জনের বিরুদ্ধে করা অর্থ পাচার মামলার রায় ঘোষণার জন্য বুধবার (৬ এপ্রিল) দিন ধার্য রয়েছে।

ঢাকার বিশেষ জজ আদালত-৫-এর বিচারক ইকবাল হোসেনের আদালত এ রায় ঘোষণা করবেন। 

এর আগে ১৬ মার্চ রাষ্ট্রপক্ষ এবং আসামিপক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষে আদালত রায়ের এ তারিখ ধার্য করেন বলে জানান সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী সাইফুল ইসলাম।

আদালতে রাষ্ট্রপক্ষের আইনজীবী স্পেশাল পাবলিক প্রসিকিউটর শওকত জানান, রাষ্ট্রপক্ষ আসামিদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণ করতে সক্ষম হয়েছে। যে ধারায় মামলাটি  করা হয়েছে, তাতে আসামিদের সর্বোচ্চ ১২ বছর এবং সর্বনিম্ন ৪ বছরের কারাদণ্ডের বিধান রয়েছে। 

মামলার অভিযোগ থেকে জানা যায়, ২০১৯ সালের ২৪ সেপ্টেম্বর ক্যাসিনোবিরোধী অভিযানে ওয়ান্ডারার্স ক্লাবের ক্যাসিনো খেলা পরিচালনাকারী এনুর কর্মচারী আবুল কালাম আজাদের বাড়িতে অভিযান চালিয়ে দুই কোটি টাকা জব্দ করে র‌্যাব। 

এ ঘটনায় র‌্যাব-৩-এর পুলিশ পরিদর্শক (শহর ও যান) জিয়াউল হাসান ২৫ নভেম্বর ওয়ারি থানায় দুই ভাইসহ ১১ জনের বিরুদ্ধে মানি লন্ডারিংয়ের মামলা করেন।

Link copied!