• ঢাকা
  • মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারি, ২০২৫, ২৮ মাঘ ১৪৩০, ১২ শা'বান ১৪৪৬

এক কাপড়ের পেছনে ষড়যন্ত্রের দাবি রাষ্ট্রপক্ষের আইনজীবীর


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: আগস্ট ১০, ২০২১, ০৬:৪৬ পিএম
এক কাপড়ের পেছনে ষড়যন্ত্রের দাবি রাষ্ট্রপক্ষের আইনজীবীর
নায়িকা পরীমনি ও রাষ্ট্রপক্ষের আইনজীবী

গ্রেপ্তার হওয়ার পর থেকে র‍্যাবের প্রেস ব্রিফিং, বনানী থানা ও আদালত সব জায়গাতেই গত কয়েক দিন ধরে একই পোশাকে দেখা যাচ্ছে চিত্রনায়িকা পরীমনিকে। এ নিয়ে মন্তব্য করেছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী আবদুল্লাহ আবু।

আজ মঙ্গলবার (১০ আগস্ট) মাদক মামলায় আটক চিত্রনায়িকা পরীমনির ফের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। দুপুরে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দেবব্রত বিশ্বাস শুনানি শেষে এ আদেশ দেন।

আদালতে শুনানি শেষে রাষ্ট্রপক্ষের আইনজীবী আবদুল্লাহ আবু বলেন, “পরীমনির আইনজীবী বলেছেন, পরীমনিকে নাকি কোনো সহানুভূতি করা হচ্ছে না। আইনগত কোনো আইনগত সহায়তা দেওয়া হচ্ছে না। পরীমনি নাকি ১২২ ঘণ্টা একই কাপড়ে ছিল, আদালতে তার অন্যান্য সহযোগীরা কাপড় পরিবর্তন করে এসেছে, কিন্তু পরীমনি ইচ্ছাকৃতভাবে একই কাপড় বারবার পরে এসেছে আদালতের দৃষ্টি আকর্ষণ করার জন্য। আমি মনে করি আদালতের সিমপ্যাথি অথবা আলাদা কোনো ষড়যন্ত্র আছে। তাকে মামলার তদন্ত কর্মকর্তা কাপড় দিয়েছে কিন্তু সে কাপড় পরে আসেনি। যখন সে আদালতে আসে তখন সে ইচ্ছে করেই একই কাপড় পরে এসেছে।”

পরীমনি ও আশরাফুল আলম দীপুর চার দিনের রিমান্ড রিমান্ড শেষে আজ তাদের ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে তাকে হাজির করে সিআইডি। পরীমনির মতো দীপুকেও দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

গত ৫ আগস্ট (বৃহস্পতিবার) পরীমনি ও নজরুল ইসলাম রাজকে ঢাকা মহানগর হাকিম আদালতে হাজির করে পুলিশ। ওই দিন তাদের বিরুদ্ধে সাত দিন করে রিমান্ডে নিতে আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা বনানী থানার পরিদর্শক (তদন্ত) শেখ সোহেল রানা। তখন শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম মামুনুর রশীদ প্রত্যেকের চার দিন করে রিমান্ড মঞ্জুর করেছিলেন।

 

Link copied!