• ঢাকা
  • রবিবার, ১৬ ফেব্রুয়ারি, ২০২৫, ৩ ফাল্গুন ১৪৩০, ১৭ শা'বান ১৪৪৬

‘উৎসব যেন স্বাস্থ্যবিধি প্রতিপালনের কথা ভুলিয়ে না দেয়’


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: জুলাই ২১, ২০২১, ০৩:২৩ পিএম
‘উৎসব যেন স্বাস্থ্যবিধি প্রতিপালনের কথা ভুলিয়ে না দেয়’

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, মনে রাখতে হবে, উৎসব যেন স্বাস্থ্যবিধি প্রতিপালনের কথা ভুলিয়ে না দেয়। উচ্ছ্বাস যেন ভয়াবহ উদাসীন করে না তোলে। উচ্ছলতা যেন ঈদ আনন্দকে বিষাদে রূপ না দেয়।

বুধবার (২১ জুলাই)তার সরকারি বাসভবনে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়ে এসব কথা বলেন সেতুমন্ত্রী।

ওবায়দুল কাদের বলেন, “ভুলে গেলে চলবে না, প্রাণঘাতী করোনার সংক্রমণ রোধকল্পে আমাদের লড়াই চলমান। আসুন আমরা সর্বোচ্চ সতর্কতায় ঈদ উদ্‌যাপন করি। সর্বোচ্চ সচেতনতায় স্বাস্থ্যবিধি মেনে চলি।”

সেতুমন্ত্রী বলেন, “পারস্পরিক সম্প্রীতি ও সৌহার্দ্য বিনিময়ের মধ্য দিয়ে ঈদের আনন্দ ঘরে ঘরে পৌঁছে দিই। পৌঁছে দিই প্রাণ থেকে প্রাণে। বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার আহ্বানে সাড়া দিয়ে আমরা দাঁড়াই অসহায় মানুষের পাশে।”

ওবায়দুল কাদের আরো বলেন, “করোনার এই মহামারিতে ঈদ উদ্‌যাপনের বর্ণিলতায় ঘটেছে ছন্দপতন। তবু জীবনের অনিবার্য প্রয়োজনেই আমরা গ্রহণ করি সংকট উত্তরণের চ্যালেঞ্জ। আমাদের এ চ্যালেঞ্জ উত্তরণের অসীম সাহসের দীপশিখা ও দুর্যোগের ঘোর অমানিশায় আস্থার আলোকবর্তিকা বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা।’ 

সড়ক পরিবহনমন্ত্রী বলেন, “অনেকেই আজ অসহায়, কর্মহীন, ভবিষ্যৎ নিয়ে উদ্বেগর। তাই দলমত-নির্বিশেষে অসহায় মানুষ, প্রতিবেশী ও পিছিয়ে পড়া স্বজনদের সঙ্গে ঈদ আনন্দ উপভোগ করুন।”

Link copied!