• ঢাকা
  • সোমবার, ২৪ মার্চ, ২০২৫, ১০ চৈত্র ১৪৩০, ২৪ রমজান ১৪৪৬

‘উৎপাদন বাড়লে বাংলাদেশকে ভ্যাকসিন দেব’


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: জুলাই ২৩, ২০২১, ০৩:১৭ পিএম
‘উৎপাদন বাড়লে বাংলাদেশকে ভ্যাকসিন দেব’

উৎপাদন বাড়লে বাংলাদেশকে ভ্যাকসিন দিতে পারবো বলে মন্তব্য করেছেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাই কমিশনার বিক্রম দোরাইস্বামী।

শুক্রবার (২৩ জুলাই) সকালে ভারত থেকে বাংলাদেশে ফেরার পথে আখাউড়া আন্তর্জাতিক চেকপোস্টে বিক্রম দোরাইস্বামী এ কথা বলেন।

ভারতীয় হাই কমিশনার বিক্রম বলেন, “ভারতে ভ্যাকসিন উৎপাদনের বিষয়ে জানতে দেশে গিয়েছিলাম।” 

বিক্রম দোরাইস্বামী বলেন, “ভারতে ভ্যাকসিনের উৎপাদন দ্রুত বাড়ছে, আশা করছি, উৎপাদন বাড়লে বাংলাদেশকে ভ্যাকসিন দিতে পারবো।”

আমরা বাংলাদেশের মতো গুরত্বপূর্ণ বন্ধু দেশকে ভ্যাকসিন সরবরাহ নিশ্চিত করতে কাজ করছি উল্লেখ করে ভারতীয় হাই কমিশনার বলেন,  “তবে আমি এ ব্যাপারে নির্দিষ্ট কোনো দিন বলতে পারছি না।”

করোনার প্রসঙ্গে বিক্রম দোরাইস্বামী বলেন, “বর্তমানে ভারতের করোনা পরিস্থিতি অনেক ভালো। তবে উভয়দেশকে এখনও সতর্ক থাকতে হবে।”
 

জাতীয় বিভাগের আরো খবর

Link copied!