• ঢাকা
  • সোমবার, ০৭ জুলাই, ২০২৫, ২২ আষাঢ় ১৪৩২, ১১ মুহররম ১৪৪৬

‘ঈদে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু ২৩ এপ্রিল’


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: এপ্রিল ১৩, ২০২২, ০৪:০৩ পিএম
‘ঈদে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু ২৩ এপ্রিল’

২৩ এপ্রিল থেকে ঈদ উপলক্ষে অগ্রিম টিকিট বিক্রির ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন রেলপথমন্ত্রী মো. নূরুল ইসলাম সুজন।

বুধবার (১৩ এপ্রিল) দুপুরে রেল ভবনের সম্মেলনকক্ষে বিষয়টি নিশ্চিত করেন রেলমন্ত্রী।

দেশের বিভিন্ন গন্তব্যে চলাচলরত সব আন্তনগর ট্রেনের ডে-অফ বাতিল করা হয়েছে উল্লেখ করে রেলমন্ত্রী বলেন, “ঈদযাত্রার সুবিধার্থে ৬ জোড়া বিশেষ ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে রেলপথ মন্ত্রণালয়। এবার বিশেষ ব্যবস্থাপনায় ২৩ এপ্রিল থেকে ঈদের অগ্রিম টিকিট বিক্রির ব্যবস্থাও নেওয়া হয়েছে।”

রেলমন্ত্রী বলেন, “ঈদের সম্ভব্য দিন ৩ মে ধরে অগ্রিম টিকিট বিক্রি করা হবে। সেই হিসেবে ২৩ এপ্রিল বিক্রি করা হবে ২৭ এপ্রিলের টিকিট। ২৪, ২৫, ২৬ এবং ২৭ এপ্রিল যথাক্রমে বিক্রি করা হবে ২৮, ২৯, ৩০ এপ্রিল এবং ১ মের টিকিট।

রেলসূত্রে জানা গেছে, ঈদ যাত্রার বিশেষ ট্রেনগুলোর মধ্যে চাঁদপুর স্পেশাল ১ ও ২ ট্রেন চট্টগ্রাম-চাঁদপুর-চট্টগ্রাম রোডে ঈদের আগে ২৯ এপ্রিল থেকে ১ মে এবং ঈদের পর ৪-৮ মে পর্যন্ত চলবে।

আর দেওয়ানগঞ্জ স্পেশাল ট্রেন ঢাকা-দেওয়ানগঞ্জ-ঢাকা রোডে ২৯ এপ্রিল থেকে ১ মে ও ঈদের পর ৪-৮ মে পর্যন্ত চলবে। খুলনা স্পেশাল (মৈত্রী রেক দিয়ে) খুলনা-ঢাকা-খুলনা রোডে ২৯ এপ্রিল থেকে ১ মে পর্যন্ত চলবে।

সোলাকিয়া স্পেশাল- ১ ট্রেন ভৈরববাজার-কিশোরগঞ্জ-ভেরববাজার রোডে ও সোলাকিয়া স্পেশাল-২ ময়মনসিংহ-কিশোরগঞ্জ-ময়মনসিংহ রোডে শুধুমাত্র ঈদের দিন চলবে।

 

 

 

Link copied!