• ঢাকা
  • মঙ্গলবার, ১৫ জুলাই, ২০২৫, ৩০ আষাঢ় ১৪৩২, ১৯ মুহররম ১৪৪৬

‘ইউরোপে বিরল সম্মাননা পেয়েছেন প্রধানমন্ত্রী’


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: নভেম্বর ১৩, ২০২১, ০১:২২ পিএম
‘ইউরোপে বিরল সম্মাননা পেয়েছেন প্রধানমন্ত্রী’

ইউরোপের প্রতিটি দেশ প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বিরল সম্মান প্রদর্শন করেছে বলে উল্লেখ করেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। 

শনিবার (১৩ নভেম্বর) সাংবাদিকদের সঙ্গে আলাপকালে পররাষ্ট্রমন্ত্রী এ কথা বলেন।

এ সফরে শেখ হাসিনা যে সম্মান পেয়েছেন, এ পর্যন্ত বাংলাদেশের কোনো রাষ্ট্র অথবা সরকারপ্রধান তা পাননি বলে জানান তিনি। 

এ কে আব্দুল মোমেন বলেছেন, “ফ্রান্স বাংলাদেশের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক নতুন উচ্চতায় নিয়ে যেতে আগ্রহ প্রকাশ করেছে।”

পররাষ্ট্রমন্ত্রী বলেন, “প্রধানমন্ত্রীকে বিমানবন্দর এবং এলিসি প্রাসাদে লালগালিচা সংবর্ধনা দেওয়া হয়। এছাড়া ফরাসি প্রেসিডেন্টের সরকারি বাসভবনে শেখ হাসিনাকে গার্ড অব অনার প্রদান করা হয়।”

Link copied!