• ঢাকা
  • সোমবার, ২০ জানুয়ারি, ২০২৫, ৬ মাঘ ১৪৩০, ২০ রজব ১৪৪৬

‘আ. লীগ কোনো ভুঁইফোড় রাজনৈতিক সংগঠন নয়’


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জুলাই ১৫, ২০২১, ০৮:২৫ পিএম
‘আ. লীগ কোনো ভুঁইফোড় রাজনৈতিক সংগঠন নয়’

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, “আওয়ামী লীগ হঠাৎ গজিয়ে ওঠা কোনো ভুঁইফোড় রাজনৈতিক সংগঠন নয়। এ দেশের মাটির অনেক গভীরে আওয়ামী লীগের শেকড়।”

বৃহস্পতিবার (৮ জুলাই) সকালে তার রাজধানীর সরকারি বাসভবনে নিয়মিত ব্রিফিংকালে এ কথা বলেন সেতুমন্ত্রী। 

ওবায়দুল কাদের বলেন, “দেশের প্রতিটি অর্জন আওয়ামী লীগের হাত ধরেই হয়েছে। শুধু ভৌগোলিক স্বাধীনতাই নয়, অর্থনৈতিক মুক্তিও এসেছে আওয়ামী লীগের নেতৃত্বে।” 

সেতুমন্ত্রী বলেন, “আওয়ামী লীগকে যারা নিশ্চিহ্ন করার ষড়যন্ত্র করেছিল বরং তারাই নিশ্চিহ্ন হয়েছে। জনগণ তাদেরই ইতিহাসের কাঠগড়ায় দাঁড় করিয়েছে। সংগ্রাম, ত্যাগ আর মানুষের ভালোবাসায় আওয়ামী লীগ আজ মহীরুহে রূপান্তরিত একটি প্রতিষ্ঠান।“ 

আওয়ামী লীগ নিশ্চিহ্ন হয়ে যাবে— বিএনপি নেতাদের এমন বক্তব্যের জবাবে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, “এটা বিএনপি নেতাদের এক ধরনের ভ্রান্তিবিলাস। এ ভাবনা দেশের ইতিহাসের সবচেয়ে ব্যর্থ বিরোধী দলের নেতাদের আত্মতুষ্টি লাভের সস্তা খোরাক মাত্র।”

ওবায়দুল কাদের বলেন, “শেখ হাসিনার নেতৃত্বে অদম্য গতিতে এগিয়ে যাওয়া আওয়ামী লীগকে যারা জনবিচ্ছিন্ন মনে করে,তারা নিজেরাই এখন জনবিচ্ছিন্ন ও জননিন্দিত। তাদের রাজনীতি আজ অস্তিত্ব সংকটে।

Link copied!