• ঢাকা
  • সোমবার, ২০ জানুয়ারি, ২০২৫, ৬ মাঘ ১৪৩০, ২০ রজব ১৪৪৬

আশ্রয়ণ প্রকল্পে বড় দুর্নীতি হয়েছে : রিজভী


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: সেপ্টেম্বর ১০, ২০২১, ০২:৫৬ পিএম
আশ্রয়ণ প্রকল্পে বড় দুর্নীতি হয়েছে : রিজভী

আশ্রয়ণ প্রকল্পে বড় দুর্নীতি হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।তিনি বলেন, “আশ্রয়ণ প্রকল্প নিয়ে প্রধানমন্ত্রী বলছেন, এটাকে হাতুড়ি-শাবল দিয়ে ভেঙে ফেলা হচ্ছে। এটার পেছনে যে লক্ষ কোটি টাকার দুর্নীতি হয়েছে, সেটা তিনি (প্রধানমন্ত্রী) উল্লেখ করছেন না। যারা আশ্রয়ণ প্রকল্পে দুর্নীতি করেছে, তাদের কিন্তু তিনি ধরলেন না। তিনি অন্যদিকে দৃষ্টি নিক্ষেপ করলেন।”

শুক্রবার (১০ সে‌প্টেম্বর) জাতীয় প্রেসক্লা‌বের সাম‌নে বাংলা‌দেশ ইয়ুথ ফোরা‌মের উ‌দ্যোগে আয়োজিত মানববন্ধ‌নে রুহুল কবির রিজভী এসব কথা ব‌লেন।

এ সময় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের সমালোচনা করে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন, “তিনি (ওবায়দুল কাদের) শুধু মিথ্যাচারের গান গেয়ে যান। হঠাৎ করে এমন এমন কথা বলবেন, মনে হবে উনি বাংলাদেশের বিবেক নির্দেশিত ব্যক্তি। অথচ তিনি যে অকপটে মিথ্যা কথা বলছেন, সেটা তিনি বুঝতে পারেন না।”

এ মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহসহ সংগঠনের নেতারা।

Link copied!