• ঢাকা
  • বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫, ৮ মাঘ ১৪৩০, ২৩ রজব ১৪৪৬

আরো প্রায় সাড়ে ৬ লাখ টিকা আসছে সন্ধ্যায়


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: আগস্ট ২৮, ২০২১, ০৪:১৬ পিএম
আরো প্রায় সাড়ে ৬ লাখ টিকা আসছে সন্ধ্যায়

কোভ্যাক্স সুবিধার আওতায় বাংলাদেশেকে আরো ৬ লাখ ৩৪ হাজার ৯২০ ডোজ আ্যস্ট্রাজেনেকার টিকা পাঠিয়েছে জাপান।

শনিবার সন্ধ্যা ৭টা ১৫ মিনিটে রাজধানীর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসব টিকা পৌঁছানোর কথা রয়েছে।

এর আগে শুক্রবার (২৭ আগস্ট) রাতে নিপ্পন এয়ারওয়েজের একটি ফ্লাইটে অ্যাস্ট্রাজেনেকার ওই টিকাগুলো নিয়ে নারিতা আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়েছে। শনিবার ক্যাথে প্যাসিফিক এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে।

বিষয়টি নিশ্চত করে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম শুক্রবার তার ফেসবুকে জানান, কোভ্যাক্সের মাধ্যমে বাংলাদেশের জন্য জাপানের প্রতিশ্রুতি দেওয়া অক্সফোর্ডের টিকার ৬ লাখ ৩৪ হাজার ৯০০ ডোজ আজকে ঢাকার উদ্দেশ্যে রওনা হয়েছে।

টোকিও বাংলাদেশ দূতাবাসও শুক্রবার সন্ধ্যায় ফেসবুক পেজে এ তথ্য জানায়।

জাপানে বাংলাদেশের রাষ্ট্রদূত শাহাবুদ্দিন উপহারের টিকার চালান ফ্লাইটটি ঢাকার উদ্দেশে যাত্রার সময় বিমানবন্দরে উপস্থিত ছিলেন।

করোনা প্রতিরোধে বাংলাদেশকে ৩০ লাখ টিকা দেওয়ার কথা রয়েছে জাপানের। এর আগে ২৫ লাখ ডোজ টিকা দেশে এসেছে।

জাপানের পররাষ্ট্রমন্ত্রী তোশিমিৎসু মোতেগি কোভ্যাক্সের আওতায় ১৫টি দেশকে অ্যাস্ট্রাজেনেকার ১ কোটি ১০ লাখ ডোজ টিকা উপহার হিসেবে দেওয়ার ঘোষণা দিয়েছিলেন। সেই তালিকায় বাংলাদেশের নাম রয়েছে। সেখান থেকেই ৩০ লাখের বেশি ডোজ টিকা পাচ্ছে বাংলাদেশ।

Link copied!