• ঢাকা
  • রবিবার, ১৬ ফেব্রুয়ারি, ২০২৫, ৩ ফাল্গুন ১৪৩০, ১৭ শা'বান ১৪৪৬

‘আধ্যাত্মিক নেতা’ গুনবী রিমান্ডে


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: জুলাই ১৭, ২০২১, ০৮:১৫ পিএম
‘আধ্যাত্মিক নেতা’ গুনবী রিমান্ডে

আনসার আল ইসলামের ‘আধ্যাত্মিক’ নেতা মাহমুদ হাসান গুনবীর বিরুদ্ধে তিন দিনের রিমান্ড মঞ্জুর করা হয়েছে।

শনিবার (১৭ জুলাই) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মইনুল ইসলামের আদালত এই আদেশ দেন। মামলাটি তদন্ত করছে পুলিশের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট।

রাজধানীর শাহ আলী থানায় দায়ের করা সন্ত্রাসবিরোধী আইনের মামলায় তাকে রিমান্ডে নেওয়া হয়েছে। সংশ্লিষ্ট থানার আদালতের সাধারণ নিবন্ধন কর্মকর্তা এসআই মো. আসাদুজ্জামান এ তথ্য জানান।

রাজধানীর শাহ আলী থানার বেড়িবাঁধ এলাকা থেকে বৃহস্পতিবার (১৫ জুলাই) মাহমুদ হাসানকে গ্রেপ্তার করে র‌্যাব। 

র‌্যাব জানায়, আনসার আল ইসলামের আধ্যাত্মিক নেতা জসিম উদ্দিন রাহমানি গ্রেপ্তার হওয়ার পর মাহমুদ নিজেকে সংগঠনের আধ্যাত্মিক নেতা হিসেবে প্রতিষ্ঠা করেন। উগ্রবাদী বক্তব্যের মাধ্যমে অন্যকে উদ্বুদ্ধ করার ক্ষমতা রয়েছে তার। 

Link copied!