• ঢাকা
  • শুক্রবার, ২১ মার্চ, ২০২৫, ৭ চৈত্র ১৪৩০, ২০ রমজান ১৪৪৬

আদালত প্রাঙ্গণে ইভ্যালির গ্রাহকদের হট্টগোল, আটক ১


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: সেপ্টেম্বর ১৭, ২০২১, ০৪:০০ পিএম
আদালত প্রাঙ্গণে ইভ্যালির গ্রাহকদের হট্টগোল, আটক ১

ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মো. রাসেল ও তার স্ত্রী শামীমা নাসরিনের (চেয়ারম্যান) তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

এদিকে রাসেল ও তার স্ত্রীর রিমান্ড মঞ্জুর হওয়ার পরপরই ইভ্যালির গ্রাহকদের একটি দল আদালত প্রাঙ্গণে এসে হাজির হয়। পরে বিকেল ৩টা ২৫ মিনিটের দিকে আদালত প্রাঙ্গণে হাজির হয়ে তারা রাসেলের মুক্তির দাবিতে বিভিন্ন স্লোগান দিতে শুরু করেন।

এ সময় আদালত প্রাঙ্গণে মিটিং-মিছিল না করার জন্য পুলিশ আন্দোলনকারীদের বারবার নিষেধ করে। কিন্তু পুলিশের নিষেধ উপেক্ষা করে আন্দোলন চালিয়ে যাওয়ায় তাদের ধাওয়া দিয়ে আদালত প্রাঙ্গণ থেকে বের করে দেয় পুলিশ। 

এ ঘটনায় এক আন্দোলনকারীকে আটক করে নিয়ে যায় ডিএমপির কোতোয়ালি থানা-পুলিশ।

অন্যদিকে ইভ্যালির এক গ্রাহক জানান, রাসেল ও তার স্ত্রী আইনি প্রক্রিয়ার মধ্যে এখন চলে গেছেন। এতে করে তারা উল্টো ক্ষতিগ্রস্ত হয়েছেন এবং তাদের টাকা ফিরে না পাওয়ার আশঙ্কা আরও বৃদ্ধি পেয়েছে। তারা চান রাসেলকে মুক্তি দিয়ে তাকে সুযোগ দেওয়া হোক সে যেন গ্রাহকদের টাকা ফিরিয়ে দিতে পারে।

Link copied!