• ঢাকা
  • শনিবার, ২৭ জুলাই, ২০২৪, ১২ শ্রাবণ ১৪৩১, ২০ মুহররম ১৪৪৫

আজ শুভ জন্মাষ্টমী


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: আগস্ট ৩০, ২০২১, ০৯:৩২ এএম
আজ শুভ জন্মাষ্টমী

আজ ৩০ আগস্ট সোমবার শুভ জন্মাষ্টমী। সনাতন ধর্মের অন্যতম ভগবান শ্রীকৃষ্ণের জন্মের এই দিনটিতে জন্মাষ্টমী উদ্‌যাপন করা হয়।

সনাতন ধর্মাবলম্বীদের মতে, প্রায় সাড়ে ৫ হাজার বছর আগে দ্বাপর যুগে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে পৃথিবীতে আবির্ভূত হন শ্রীকৃষ্ণ। অত্যাচারী ও দুর্জনের বিরুদ্ধে শান্তিপ্রিয় ভালো মানুষের অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে কংশ রাজার কারাগারে তার জন্ম হয়।

করোনা মহামারির কারণে সারা দেশে এ বছর শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী সীমিত পরিসরে উদযাপিত হবে। কোথাও জন্মাষ্টমীর শোভাযাত্রা, মিছিল ও সমাবেশ হবে না বলে নির্দেশনা দিয়েছে ধর্ম মন্ত্রণালয়।

বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ জানায়, স্বাস্থ্যবিধি মেনে মন্দির প্রাঙ্গণে কৃষ্ণপূজাসহ অন্যান্য আচারবিধি পালন করা হবে। এছাড়া সারা দেশে বিভিন্ন মন্দিরে গীতাযজ্ঞ, কীর্তন, আরতি, প্রসাদ বিতরণ, ধর্মীয় আলোচনা সভা করা হবে। রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশন, ইসকনসহ বিভিন্ন মন্দিরে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

মহানগর সর্বজনীন পূজা কমিটি দুই দিনব্যাপী অনুষ্ঠানমালার আয়োজন করেছে।

এ উপলক্ষে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৃথক বাণী দিয়েছেন। বাণীতে তারা দেশে ও দেশের বাইরে বসবাসরত সনাতন ধর্মাবলম্বীদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান।

Link copied!