• ঢাকা
  • শনিবার, ২২ মার্চ, ২০২৫, ৭ চৈত্র ১৪৩০, ২১ রমজান ১৪৪৬

অস্ত্রসহ শীর্ষ প্রতারক শাহীরুল গ্রেপ্তার


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: অক্টোবর ২৩, ২০২১, ০৩:৫৬ পিএম
অস্ত্রসহ শীর্ষ প্রতারক শাহীরুল গ্রেপ্তার

দেশি-বিদেশি বিপুল পরিমাণ অস্ত্রসহ শীর্ষ প্রতারক শাহীরুল ইসলাম সিকদারকে গ্রেপ্তার করেছে র‌্যাব। কথিত মানবাধিকার সংস্থার চেয়ারম্যান ও সিকিউরিটি অ্যান্ড গার্ড সার্ভিস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালকের পরিচয় দিতেন তিনি।

এর আগে শুক্রবার (২২ অক্টোবর) দিবাগত রাতে গাজীপুরের টঙ্গী থেকে তাকে আটক করে র‌্যাব-৪ এর একটি দল।

শনিবার (২৩ অক্টোবর) দুপুরে র‌্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সহকারী পরিচালক এএসপি আ ন ম ইমরান খান বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন।

এএসপি ইমরান খান বলেন, “এ বিষয়ে আজ (শনিবার) বিকেলে কাওরান বাজার র‌্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে।

জাতীয় বিভাগের আরো খবর

Link copied!