অভিযানে নেমেছে খাদ্য মন্ত্রণালয়ের ৮ টিম


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: মে ৩১, ২০২২, ০৭:২৪ পিএম
অভিযানে নেমেছে খাদ্য মন্ত্রণালয়ের ৮ টিম

ধান-চালের অবৈধ মজুত করে কৃত্রিম সংকট তৈরি করছে কি-না তা খতিয়ে দেখতে অভিযানে নেমেছে খাদ্য মন্ত্রণালয়ের আটটি টিম।

মঙ্গলবার (৩১ মে) খাদ্য মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এরআগে খাদ্যমন্ত্রীর সভাপতিত্বে সচিবালয়ে তার নিজ দফতরে অনুষ্ঠিত এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ধান-চালের অবৈধ মজুত ঠেকাতে মঙ্গলবার থেকেই মাঠে নেমেছে খাদ্য মন্ত্রণালয়ের ৮টি টিম। কেউ অবৈধ মজুত করে কৃত্রিম সংকট তৈরি করছে কি-না, এসব টিমের সদস্যরা তা খতিয়ে দেখবে এবং অবৈধ মজুতদারদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে কাজ করবে। এ ছাড়া খাদ্য মন্ত্রণালয়ে একটি কন্ট্রোল রুম খোলা হয়েছে। অবৈধ মজুতের তথ্য জানাতে কন্ট্রোল রুমের +৮৮০২২২৩৩৮০২১১৩, ০১৭৯০-৪৯৯৯৪২ এবং ০১৭১৩-০০৩৫০৬ নম্বরে যোগাযোগ করার অনুরোধ জানিয়েছে খাদ্য মন্ত্রণালয়।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, অবৈধ মজুতদারি প্রতিরোধে জেলা প্রশাসক (ডিসি) ও উপজেলা নির্বাহী অফিসারদের (ইউএনও) আধা-সরকারি চিঠি পাঠানো এবং এনএসআই, র‌্যাব ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরকেও এ বিষয়ে চিঠি দেওয়ার সিদ্ধান্ত হয়।

ভরা মৌসুমে চালের দাম এত বেশি কেন, তা খতিয়ে দেখতে সোমবার (৩০ মে) নির্দেশ দেন প্রধানমন্ত্রী। তার নির্দেশের পর খাদ্য মন্ত্রণালয় আজ এই ব্যবস্থা নিল।

Link copied!