• ঢাকা
  • সোমবার, ০৯ সেপ্টেম্বর, ২০২৪, ২৫ ভাদ্র ১৪৩১, ৪ রবিউল আউয়াল ১৪৪৫

কখন বুঝবেন সঙ্গী আপনাকে এড়িয়ে চলছেন


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: আগস্ট ৬, ২০২৩, ০২:২৮ পিএম
কখন বুঝবেন সঙ্গী আপনাকে এড়িয়ে চলছেন

জীবনের একটা সময় পরে একজন সঙ্গীর প্রয়োজন হয়। আবেগের বশে শুধুমাত্র ভালো গেছে বলেই কেউ একজনকে সঙ্গী বেছে নেন অনেকে। কিন্তু অনেক ক্ষেত্রে এটি হতে পারে আপনার জীবনের সবচেয়ে ভুল সিদ্ধান্ত। জীবনসঙ্গী বেছে নিতে হলে তার আচরণ, মানসিকতা এসব দেখা সবচেয়ে জরুরি। কারণ মনের মতো মানুষ না পেলে সংসার জীবনে দেখা দিতে পারে বড় ধরনের সমস্যা। সম্পর্কে সঙ্গী নির্বাচনের ক্ষেত্রে সবাইকে সতর্ক থাকতে হয়। তাই কারো সঙ্গে সম্পর্কে জড়ানোর পর কয়েকটি বিষয়ে খেয়াল রাখতে হবে। চলুন জেনে নিই-

  • সম্পর্কে একে অন্যকে সম্মান করা জরুরি। পরস্পরের প্রতি সম্মান না থাকলে দেখা দিতে পারে সমস্যা। আপনার সঙ্গী যদি কথায় কথায় আপনাকে অপমান করে তাহলে বুঝে নিতে হবে  তিনি আর আপনাকে নিতে পারছেন না।
  • সবাই চায় সঙ্গী তার প্রতি যত্নবান হবে। ভালোবাসবে ও খেয়াল রাখবে এটুকু চাওয়া নিয়েই অনেকে সম্পর্কে জড়ান। কিন্তু শুরুর দিকে এটি থাকলেও এক সময় গিয়ে এটি আর থাকে না। তাই যদি দেখেন সঙ্গী আপনার প্রতি যত্নবান নন, বরং উল্টে বিরক্ত হচ্ছেন তাহলে অবশ্যই সতর্ক হন।
  • দাম্পত্য জীবনে ঝগড়া কিংবা মনোমালিন্য, অভিমান হওয়া স্বাভাবিক। কিন্তু সেই ঝগড়া বা রাগের বহিঃপ্রকাশ যদি খুব খারাপ হয় তাহলে সতর্ক থাকতে হবে।
  • কথায় কথায় সঙ্গী রাগ করছেন আর আপনি তা ভাঙাচ্ছেন, এভাবে চলতে থাকলে তো সম্পর্ক কখনোই টিকবে না। এই লক্ষণ দেখলে এমন মানুষের কাছ থেকে দূরে থাকুন।
  • অনেকেই আছেন যারা সঙ্গীর ওপর সব সময় নিজের মত চাপিয়ে দেন। আপনার সঙ্গীও যদি এ ধরনের হন, তাহলে অবশ্যই সতর্ক হতে হবে।
  • এসব লক্ষণ দেখলে প্রথমেই সঙ্গীর সঙ্গে বিষয়গুলো নিয়ে কথা বলুন। সমাধান হলে নিজের মতো করে সিদ্ধান্ত নিন।
Link copied!