• ঢাকা
  • মঙ্গলবার, ০১ জুলাই, ২০২৫, ১৭ আষাঢ় ১৪৩২, ০৫ মুহররম ১৪৪৬

সুতি কাপড়ের উজ্জ্বলতা ধরে রাখার উপায়


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: সেপ্টেম্বর ৬, ২০২৩, ০২:২৬ পিএম
সুতি কাপড়ের উজ্জ্বলতা ধরে রাখার উপায়

সারা বছরই সুতি কাপড়ের পোশাক পরা যায়। কারণ এটি বেশ আরামদায়ক। তবে অন্যান্য কাপড়ের তুলনায় সুতি কাপড়ের উজ্জ্বলতা কমে যায় দ্রুত। আর রং ফ্যাকাশে হয়ে গেলে গায়ে তুলতে কার ভালো লাগে। তাই বলে যে প্রতিদিন নতুন পোশাক কেনা হবে তাও তো নয়। তাই সুতির পোশাক ধোয়ার সময় উজ্জ্বলতা ধরে রাখতে কিছু কৌশল কাজে লাগাতে পারেন। চলুন সেগুলো জেনে নেওয়া যাক—

  • সুতির কাপড় রোদে শুকাতে না দেওয়াই ভালো। এতে কাপড়ের রং উঠে যেতে পারে।
  • সুতির কাপড় ধোয়ার ক্ষেত্রে বেশ কিছু সতর্কতা অবলম্বন করা জরুরি। সম্ভব হলে তরল সাবান ব্যবহার করুন। এ ছাড়া কাপড় গরম পানিতে ভিজিয়ে রাখা উচিত নয়। এতে রং আরও উঠে যেতে পারে। সুতির পোশাক ধোয়ার সময় ঠান্ডা পানিই ব্যবহার করা উত্তম।
  • ওয়াশিং মেশিনে সুতির কাপড় ধোয়ার সময় সাবানের সঙ্গে এক কাপ ভিনিগার মিশিয়ে দেওয়া যেতে পারে। এতে কাপড়ের উজ্জ্বলতা বজায় থাকবে।
  • কিছু সুতির কাপড় প্রথমবার ধোয়ার পর থেকেই রং উঠতে শুরু করে। এ ক্ষেত্রে কাপড় ধোয়ার সময় লবণ পানি দিয়ে তা কিছুক্ষণ ডুবিয়ে রাখা যেতে পারে। এরপর সাবান দিয়ে ধুয়ে ফেলতে হবে। তাহলে কাপড় থেকে রং উঠবে না। 
Link copied!