• ঢাকা
  • শনিবার, ১৪ ডিসেম্বর, ২০২৪, ২৮ অগ্রহায়ণ ১৪৩১, ১২ জমাদিউস সানি ১৪৪৬

পর্দা কেনার সময় যে বিষয়গুলো মাথায় রাখবেন


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: আগস্ট ১১, ২০২৩, ০২:০৪ পিএম
পর্দা কেনার সময় যে বিষয়গুলো মাথায় রাখবেন

কীভাবে ঘর সাজালে সাজ নজরকাড়া হবে তা নিয়ে পরিকল্পনার অন্ত থাকে না। সব ঠিকঠাক থাকলেও ঘরের জন্য পর্দা বাছাই করা সহজ নয়। ঘরের রঙের সঙ্গে পর্দার যদি কোনো সম্পর্ক তৈরি না হয়, তাহলে দেখতেও ভালো লাগে না। তাই ছোটখাটো কিছু বিষয় পর্দা কেনার সময় মাথায় রাখতে হবে। চলুন জেনে নিই-

  • পর্দার রং বাছাই করার ক্ষেত্রে যে বিষয়টি অবশ্যই আপনার মাথায় রাখতে হবে তাহলো দেয়ালের রঙের সঙ্গে পর্দার রং কোনোভাবেই যেন এক না হয়ে যায়।
  • পর্দার কাপড় বাছাই করুন এমনভাবে যাতে তা পরিষ্কার করতে কোনো প্রকার অসুবিধার সম্মুখীন হতে না হয় আপনাকে। এ ছাড়া পর্দা এত ভারী হওয়া যাবে না যাতে সূর্যের আলো ঘরে ঢুকতে বাধাপ্রাপ্ত হয়।
  • বাজারে বিভিন্ন ধরনের পর্দা পাওয়া যায়। সেখান থেকে আপনার বাজেট অনুযায়ী কেমন কাপড় কিনবেন তা দোকানে যাওয়ার আগেই ঠিক করুন। 
    যদি ঘরকে আভিজাত্যের লুক দিতে চান তাহলে পর্দার কাপড় হিসেবে ভেলভেট বা সিল্কের কাপড় বাছাই করতে পারেন।
  • হাল ফ্যাশনের ছোট পরিসরের বাড়ি হলে হালকা রঙের ফেব্রিক্সের কাপড় বাছাই করতে পারেন। আবহাওয়ার ওপর নির্ভর করে পর্দার রং বাছাই করা বুদ্ধিমানের কাজ হবে।
  • শীতকালে ঘরে গাঢ় রঙের পর্দা আর গরমকালে হালকা রংকে প্রাধান্য দিতে পারেন। তবে আপনার বাছাই করা পর্দা যেন দেয়াল আর ঘরের আসবাবপত্রের রঙের সঙ্গে কন্ট্রাস্ট হয় সেদিকে অবশ্যই লক্ষ্য রাখুন।
Link copied!