ভারতের গুজরাট রাজ্যের রাজকোটের বাসিন্দা সুনিল কুমার (২০)। আর সব দিনের মতো কাজ করার সময় এক সাপ ফতেহপুরের এই শ্রমিককে কামড় দেয়। দ্রুত তাকে নিকটস্থ স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয়। কিন্তু তার অবস্থার অবনতি হতে থাকে। একসময় সুনিল অজ্ঞান হয়ে যায়।
সুনিলের পরিবার তার এই অবস্থা দেখে ঠিক করে উন্নত চিকিৎসার জন্য তাকে কানপুরের লালা লাজপাত রাই হাসপাতালে নিয়ে যাবে। সেই অনুযায়ী তারা একটি অ্যাডভান্স লাইফ সাপোর্ট (এএলএস) অ্যাম্বুলেন্স ভাড়া নেয়।
৫১ হাজার রুপিতে ভাড়া করা অ্যাম্বুলেন্সটি সুনিলকে ১ হাজার ৩০৭ কিলোমিটার দূরের কানপুরের হাসপাতালটিতে নিয়ে যায়। সেখানে তাৎক্ষণিকভাবে তাকে ভেন্টিলেটরে নিয়ে চিকিৎসা শুরু করা হয়। ঘটনাটি উঠে আসে ভারতীয় গণমাধ্যম জি নিউজের এক প্রতিবেদনে।
ডাক্তারদের কঠোর পরিশ্রম সফল হয়। সুনিল ধীরে ধীরে সুস্থ হতে থাকেন। শনিবার (১৯ আগস্ট) তার ভেন্টিলেটর সাপোর্ট সরিয়ে নেওয়া হয়। হাসপাতালটির এক সিনিয়র ডাক্তার জানান, সুনিলকে যখন নিয়ে আসা হয় তার অবস্থা সঙ্কটাপন্ন ছিলো। পরে তাকে এন্টি-ভেনম ও অন্যান্য ওষুধ দেওয়া হয়। তার অবস্থা এখন অনেক ভালো। তিনি এখন ঝুঁকি মুক্ত আছেন।