ঈদে রূপচর্চার তালিকায় চুলের কথা সবার আগে ভাবুন। কারণ নিষ্প্রাণ চুল নিয়ে পুরো সাজগোজ মাটি করে দেওয়ার কোনো অর্থই হয় না। তাই এই কদিন নিয়মিত গোলাপজল ব্যবহার করে চুলের উজ্জ্বলতা বাড়িয়ে নিন। চলুন জেনে নিই কিভাবে চুলে গোলাপজল ব্যবহার করবেন—
গোলাপজলের গুণ
- গোলাপজলে ১০—৫০ শতাংশ রোজ অয়েল থাকার ফলে চুলের উজ্জ্বলতা বাড়াতে সাহায্য করে।
- গোলাপজলে অ্যান্টি-ইনফ্ল্যামেটরি উপাদান থাকে। এটি মাথার ত্বকে চুলকানি বা প্রদাহ কমাতে দারুণ কাজ করে।
- চুলে নিয়মিত গোলাপজল ব্যবহার করলে চুলের পিএইচ-এর মাত্রা ধরে রাখে এবং চুল ঝরার পরিমাণ কমিয়ে দেয়।
- চুলের রুক্ষভাব দূর করতে গোলাপজলের বিকল্প নেই।
তৈরির উপায়
গোলাপজল তৈরির জন্য প্রথমে ৪—৫টি গোলাপ নিন। সেইসঙ্গে নিন ডিসটিলড ওয়াটার এবং স্প্রে বোতল। এবার প্রতিটি গোলাপ থেকে পাপড়ি ছাড়িয়ে ভালো করে ধুয়ে নিন। এবার একটি পাত্রে ডিসটিলড ওয়াটার নিয়ে এর মধ্যে পাপড়িগুলো মিশিয়ে দিন। চুলায় অল্প আঁচে পাত্রটি বসান। ধীরে ধীরে পানির রং বদলাতে শুরু করবে। পাত্রটি ঢেকে অল্প আঁচে চুলায় রাখুন ২০ মিনিট। এরপর নামিয়ে নিন। ঠান্ডা হওয়ার পর ছেঁকে কাচের বোতলে ঢেলে রাখুন। তারপর প্রয়োজনমতো ব্যবহার করুন।
যেভাবে ব্যবহার করবেন
গোলাপজল সরাসরি চুলে ব্যবহার করতে পারেন। আবার হেয়ার প্যাকেও ব্যবহার করতে পারবেন। শ্যাম্পু করার পরে চুলে কন্ডিশনার ব্যবহার করে ২ মিনিট অপেক্ষা করুন। এরপর চুল ধুয়ে হালকা করে মুছে নিন। চুলের গোড়ায় এবং স্ক্যাল্পে গোলাপজল ভালো করে লাগিয়ে নিন। সেইসঙ্গে চুলেও লাগিয়ে নিন।
 
                
              
 
																                   
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                    






































