• ঢাকা
  • সোমবার, ০২ ডিসেম্বর, ২০২৪, ১৭ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

মিস্টার ওয়ার্ল্ডে প্রশংসিত জুলাই অভ্যুত্থান থিম পোশাক


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: নভেম্বর ১৪, ২০২৪, ১০:৪৬ পিএম
মিস্টার ওয়ার্ল্ডে প্রশংসিত জুলাই অভ্যুত্থান থিম পোশাক
সূত্র: সংগৃহীত

চলতি বছরে বেশ আলোচিত বাংলাদেশের জুলাই অভ্যুত্থানের ঘটনা। সারাবিশ্ব জুড়ে এই অভ্যুত্থানের ঘটনার বেশ চর্চা হয়েছে। ইতিহাসের পাতায় অনন্য স্থান জুড়ে নিয়েছে ওই অভ্যুত্থানের ঘটনা। প্রতিটি মুহূর্তই যেন ছিল হৃদয় বিদারক। প্রতিবাদী কণ্ঠস্বর সোচ্চার হয়ে অন্যায়ের বিরুদ্ধে দাড়িয়েছে। অবশেষে সূচনা হয়েছে নতুন বাংলাদেশের। বিশ্বজুড়ে সাড়া জাগানো এই ঘটনা এখন উঠে এসেছে ফ্যাশনেও। পোশাকের মোটিফে সেজে উঠেছে জুলাই অভ্যুত্থানের আলোচিত মুহূর্তগুলো।   

সম্প্রতি ভিয়েতনামে অনুষ্ঠিত হচ্ছে মিস্টার ওয়ার্ল্ড ২০২৪- প্রতিযোগিতা। এই প্রতিযোগিতায় বাংলাদেশের হয়ে প্রতিনিধিত্ব করছেন বি প্রসাদ দাস। যেখানে ২৪ বছর বয়সী এই মডেল পরেছেন জুলাইয়ে বাংলাদেশের পট বদলে দেওয়া গণ–আন্দোলন–প্রাণিত পোশাক। ফ্যাশন ডিজাইনার তাসমিত আফিয়াত আর্নির ব্র্যান্ড স্ট্রাইড– এই পোশাক সংগ্রহের আয়োজন করেছে। যা মিস্টার ওয়ার্ল্ড ২০২৪-এর এবারের মঞ্চে প্রশংসা কুড়াচ্ছন।

মিস্টার ওয়ার্ল্ড বাংলাদেশ ২০২৪–এ বি প্রসাদ দাস ফিটনেস কোচ হিসেবেও কাজ করছেন। ‘মিশন ফিট বাংলাদেশ’ শিরোনামে স্কুল–কলেজে হেলথ ও ফিটনেস ওয়ার্কশপে নিয়মিত প্রশিক্ষণ দেন তিনি। বি প্রসাদ দাসের পরনে জুলাই অভ্যুত্থানের থিম পোশাক উপস্থিত সবার নজর কেড়েছে। যা ভাইরাল হয়েছে নেটদুনিয়াতেও।

পোশাকে রেমিট্যান্স যোদ্ধারা

চলতি বছরের আন্দোলন ও বন্যায় অর্থনৈতিক দুর্যোগে পাশে ছিলেন রেমিন্ট্যান্স–যোদ্ধা বা প্রবাসী বাংলাদেশিরা। সুপারহিরোর মতোই কাজ করেছেন। সেই কাজের কৃতজ্ঞতা জানাতে পোশাকের মোটিফে তাদের আদলে নকশা করেছেন আর্নি। মোটিফে দেখা যায়, রেমিট্যান্স–যোদ্ধাদের হিরোইজম ফুটিয়ে তুলতে বাংলাদেশের পতাকা থিমে কেপ পরানো হয়েছে। হাতে গ্লাভস আর হলুদ হ্যালমেট প্রবাসীদের  কঠোর পরিশ্রমের প্রতিনিধিত্ব করেছে। টি-শার্টে জায়গা পেয়েছে জুলাই-আগস্ট অভ্যুত্থানে শহীদদের পোর্ট্রেটের ইলাস্ট্রেশন। এর উপরে জ্যাকেট ও গ্লাভসও দেওয়া রয়েছে। ক্যাপটি রাখা হয়েছে সিল্ক কাপড়ে। কেপের সামনের অংশে ‘ট্রিবিউট টু রেমিট্যান্স ওয়ারিয়র’, ‘লেটস রিফর্ম বাংলাদেশ’, ‘কোটা রিফর্ম বাংলাদেশ’ টেক্সটসহ সাম্প্রতিক সময়ের কিছু ছবি উঠে এসেছে। আবার সেখানে জায়গা পেয়েছেন বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের ছবিও।

বুলেটস অন জুলাই মার্টারস’

জুলাই অভ্যুত্থানে শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে ফরমাল ফ্যাশনওয়্যার নকশা করা হয়েছে। স্যুটের ওপর স্ট্রাইপড প্যাটার্নে লেখা রয়েছে শহীদদের নাম। বন্দুক থেকে বুলেট বেরিয়ে যাওয়ার ছবিও ফুটে উঠেছে। যা ফুল হয়ে শহীদের বুকে গেথে যাচ্ছে। ব্লেজার কালেকশনে ধাতব সোনালি বোতামগুলো বুলেটের প্রতীকী হিসেবে ব্যবহার করা হয়েছে।

স্ল্যাং লুঙ্গি উইথ জুলাই

‘স্ল্যাং লুঙ্গি উইথ জুলাই’শিরোনামে এই পোশাকে সমন্বয় করা হয়েছে শার্ট আর লুঙ্গি। সাদা শার্টে জায়গা পেয়েছে জুলাই শহীদদের রঙিন পোর্ট্রেট। লুঙ্গিতে প্রিন্ট করা হয়েছে স্ল্যাং ওয়ার্ড। আকর্ষণীয় রং, মডার্ন পপআপ ও ট্র্যাডিশনাল স্টাইলের সমন্বয়ে এই পোশাক জেন জিদের আগ্রহ বাড়িয়ে দেবে।

চিরকুট

চিরকুট মোটিফে প্রাণিত হয়ে তৈরি করা হয়েছে জ্যাকেট। লং জ্যাকেট, গ্যাবার্ডিন বটম আর সি থ্রু টি-শার্ট। রবীন্দ্রনাথ ঠাকুর ও কাজী নজরুল ইসলামের বহুল প্রচলিত কিছু লাইন এতে তুলে আনা হয়েছে।

ব্লেজারে রিকশা প্লাস্টিক আর্ট

ফ্যাশনে রিকশা আর্ট বরাবরই জনপ্রিয়। গেল বছর ঢাকার রিকশা ও রিকশাচিত্র ইউনেসকোর অপরিমেয় সাংস্কৃতিক ঐতিহ্য হিসেবে স্বীকৃতি পেয়েছে। সেই প্রাপ্তিকে সম্মান জানিয়ে রিকশা হুড ম্যাটেরিয়াল দিয়ে নকশা করা হয়েছে ব্লেজারের ল্যাপেল।

রঙিন রিকশাচিত্র

কমপ্লিট স্যুটে ফুটে উঠেছে রঙিন রিকশাচিত্র। পুরো পোশাকে রয়েছে পোস্টার প্রিন্ট। সঙ্গে রয়েছে বেল বটম প্যান্ট। টেইল অংশটিতে নজর আটকে যায় সবার। মিস্টার ওয়ার্ল্ডের চেয়ারম্যান ও প্রযোজক জুলিয়া মোরলের সঙ্গে তার প্রয়াত সঙ্গী এরিক মোরলের পোর্ট্রেট আঁকা রয়েছে এই পোশাকে। পোর্ট্রেটের সঙ্গে মুভি টাইটেল ‘বিউটি উইথ পারপাস’ প্রিন্টে নকশাও রয়েছে এই আউটফিটে। মূলত বিশ্বমঞ্চে  তাদের ট্রিবিউট দিতেই এই আর্ট ফর্ম তুলে ধরা হয়েছে।

Link copied!