• ঢাকা
  • সোমবার, ০৯ সেপ্টেম্বর, ২০২৪, ২৫ ভাদ্র ১৪৩১, ৪ রবিউল আউয়াল ১৪৪৫

ত্বকের যত্নে নিজেই বানিয়ে ফেলুন স্ক্রাব


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: আগস্ট ৮, ২০২৩, ০৩:৩৩ পিএম
ত্বকের যত্নে নিজেই বানিয়ে ফেলুন স্ক্রাব

কেবল ফেশওয়াস দিয়ে মুখ ধুলেই ত্বকের ময়লা দূর হয় না। লোমকূপের গভীরে জমে থাকা ময়লা ও তেল দূর করতে চাইলে সপ্তাহে দুইবার অন্তত স্ক্রাবিং করতে হয়। এটি ব্যবহার করলে ত্বকের ওপরের অংশে জমে থাকা মরা চামড়া দূর হয়। ফলে ত্বক হয় নরম ও উজ্জ্বল। চলুন জেনে নেওয়া যাক কীভাবে ঘরে স্ক্রাব তৈরি করে নেবেন।

  • মধুর সঙ্গে মোটা দানার চিনি মিশিয়ে ত্বকে ম্যাসাজ করুন কয়েক মিনিট। এরপর কুসুম গরম পানি দিয়ে ধুয়ে ফেলুন। মধু ত্বক ময়েশ্চারাইজ করবে, চিনি ত্বকে জমে থাকা মরা চামড়া দূর করবে।
  • নারিকেল তেলের সঙ্গে কফির গুঁড়া মিশিয়ে চক্রাকারে ত্বকে ঘষুন। ত্বক নরম হবে।
  • ওটসের গুঁড়ার সঙ্গে টক দই মিশিয়ে পেস্ট বানিয়ে নিন। এই পেস্ট ত্বকে ঘষুন চক্রাকারে। কয়েক মিনিট পর ধুয়ে ফেলুন কুসুম গরম পানি দিয়ে।
  • লেবু অর্ধেক করে কেটে মোটা দানার চিনি লাগিতে হাত, পা ও গলার ত্বকে ঘষুন। ত্বক মোলায়েম হবে।
  • বাদামের গুঁড়ার সঙ্গে মধু মিশিয়ে ত্বকে ঘষলেও ত্বকে ফিরবে জৌলুশ।
    শসা থেঁতো করে মোটা দানার চিনি মিশিয়ে নিন। মিশ্রণটি ত্বকে ব্যবহার করুন স্ক্রাব হিসেবে।
  • পাকা পেঁপের সঙ্গে চিনি মিশিয়ে ত্বকে ম্যাসাজ করুন। পেঁপেতে থাকা এনজাইম ত্বকের যত্নে অনন্য।
  • অ্যালোভেরা জেলের সঙ্গে মিশিয়ে নিন বেকিং সোডা। এই মিশ্রণ ত্বকে চক্রাকারে ঘষে ধুয়ে ফেলুন।
Link copied!