ভালোবাসা প্রকাশের অন্যতম মিষ্টি উপায় হলো চকোলেট উপহার। প্রতি বছর ৯ ফেব্রুয়ারি বিশ্বব্যাপী চকোলেট ডে উদযাপিত হয়। এই দিনে প্রিয়জনকে চকোলেট উপহার দেওয়া হয়, যা সম্পর্কের মাধুর্য বাড়ায় এবং ভালোবাসাকে আরও দৃঢ় করে। শুধু প্রেমিক-প্রেমিকাই নয়, বন্ধু-বান্ধব, পরিবার কিংবা সহকর্মীদের সঙ্গেও চকোলেট ভাগ করে নেওয়া যায় এই বিশেষ দিনে। চকোলেট ডে-কে আরও বিশেষ করে তুলতে আপনিও কিছু পরিকল্পনা করতে পারেন।
প্রিয়জনকে চকোলেট উপহার
চকোলেট ডে-তে প্রিয়জনের জন্য একটি সুন্দর চকোলেটের বাক্স কিনে উপহার দিতে পারেন। বাজারে বিভিন্ন ধরনের চকোলেট পাওয়া যায়, যেমন— ডার্ক চকোলেট, মিল্ক চকোলেট, হোয়াইট চকোলেট, নাটস বা ক্যারামেল মেশানো চকোলেট। ভালোবাসার মানুষটি কোন ধরনের চকোলেট পছন্দ করে, সেই অনুযায়ী উপহার নির্বাচন করুন। নিজেই চকোলেট প্যাকেট সাজিয়ে একটি হাতের লেখা চিঠি যোগ করতে পারেন, যা সম্পর্কের উষ্ণতা আরও বাড়িয়ে তুলবে।
চকোলেট থিমযুক্ত ডিনার প্ল্যান
চকোলেট ডে উদযাপনের অন্যতম রোমান্টিক উপায় হতে পারে একটি বিশেষ ডিনার বা ডেট প্ল্যান করা। চকোলেট কেক বা চকোলেট ডেজার্ট দিয়ে দিনটি মিষ্টিময় করুন। চকোলেট ড্রিঙ্কস, যেমন—হট চকোলেট বা চকোলেট মিল্কশেক বানাতে পারেন। বাড়িতেই ক্যান্ডেল লাইট ডিনার প্ল্যান করুন এবং চকোলেট দিয়ে খাবার সাজান। এতে শুধু মুখের স্বাদই ভালো হবে না, বরং স্মৃতিটাও হয়ে থাকবে মধুর!
বন্ধুদের সঙ্গে চকোলেট পার্টি
আপনার যদি বন্ধুদের সঙ্গে সময় কাটাতে চান, তবে একটি ছোট্ট চকোলেট পার্টির আয়োজন করুন। পার্টিতে বিভিন্ন স্বাদের চকোলেটের আয়োজন রাখুন। চকোলেট ফাউন্টেন স্থাপন করুন। যেখানে ফল, মার্শম্যালো বা বিস্কুট ডুবিয়ে খেতে পারেন। চকোলেট বানানোর প্রতিযোগিতা রাখতে পারেন। যেখানে সবাই মিলে মজাদার চকোলেট তৈরি করবে। এটি শুধু মজাদার হবে না, বরং বন্ধুদের সঙ্গে সময় কাটানোর দারুণ সুযোগও হবে।
ছোটদের জন্য বিশেষ আয়োজন
বাচ্চারা চকোলেট খেতে খুব ভালোবাসে। তাই চকোলেট ডে-তে ছোটদের জন্যও কিছু বিশেষ করতে পারেন। তাদের প্রিয় কার্টুন ক্যারেক্টারের আকৃতির চকোলেট বানান। চকোলেট বক্স গিফট করুন। শিশুদের জন্য বিশেষ চকোলেট ট্রিটের ব্যবস্থা করুন। এতে তারা খুশি হবে এবং দিনটি উপভোগ করবে।
সামাজিকভাবে উদযাপন
শুধু নিজের জন্য নয়, অন্যের মুখেও হাসি ফোটাতে পারেন এই দিনটিতে। এতিমখানা বা বৃদ্ধাশ্রমে চকোলেট বিতরণ করতে পারেন। পথশিশুদের চকোলেট উপহার দিন। অফিস বা কর্মক্ষেত্রে সহকর্মীদের মাঝে চকোলেট ভাগ করে নিন। এতে আপনার দিনটি আরও অর্থবহ হয়ে উঠবে এবং অন্যদেরও আনন্দ দেবে।
প্রিয়জনকে চমক দিন
চকোলেট ডে-তে আপনার ভালোবাসার মানুষকে চমকে দিতে পারেন বিভিন্ন উপায়ে। সকালে তার জন্য একটি সুন্দর চকোলেট গিফট রেখে দিন। হঠাৎ করে তার পছন্দের ব্র্যান্ডের চকোলেট পাঠিয়ে দিন। একটি হাতে লেখা মেসেজসহ চকোলেট উপহার দিন। যাতে আপনার অনুভূতি প্রকাশ পায়। এতে সম্পর্কের বন্ধন আরও দৃঢ় হবে।
স্পেশাল ছবি তুলুন
স্মৃতিকে ধরে রাখতে চকোলেট ডে স্পেশাল কিছু ছবি তুলুন। প্রিয়জনের সঙ্গে একটি সুন্দর ক্যান্ডিড মুহূর্ত ক্যামেরায় বন্দী করুন। সোশ্যাল মিডিয়ায় #ChocolateDay হ্যাশট্যাগ দিয়ে ছবি শেয়ার করতে পারেন।
স্বাস্থ্যের কথা ভুলবেন না
যারা ক্যালোরির কারণে চকোলেট খেতে দ্বিধা করেন, তারা ডার্ক চকোলেট বেছে নিতে পারেন। এতে অ্যান্টিঅক্সিডেন্ট বেশি থাকে, যা হৃদযন্ত্রের জন্য উপকারী। সুগার ফ্রি চকোলেট খান। আবার হোমমেড চকোলেট বানিয়েও স্বাস্থ্যকর উপায়ে দিনটি উপভোগ করতে পারেন।