জীবনে চলতে গেলে স্মার্ট হতে হয়। স্মার্ট হলেই অন্যের কাছে নিজের মূল্য বেড়ে যাবে। শুধু পোশাকে নয়, স্মার্ট হতে হয় কথাবার্তা, চালচলনেও। কিছু অভ্যাসের মাধ্যমে নিজের মস্তিষ্কের শক্তিকে কাজে লাগাতে হয়। তবেই স্মার্ট হতে পারবেন।
বিশেষজ্ঞরা জানান, স্মার্ট মানুষের সঙ্গে সময় কাটালে আপনি স্মার্ট হয়ে যাবেন। এই ধারণা ঠিক নয়। তবে স্মার্ট মানুষের সঙ্গ আপনার অনুপ্রেরণা হতে পারে। আপনাকে নতুন মতামত ও দৃষ্টিভঙ্গির মুখোমুখি হতে সাহস দেবে। নিজেকে নিয়ে আরও চিন্তাশীল হয়ে উঠবেন। তাই স্মার্ট মানুষের সঙ্গ ইনজয় করতেই পারেন।
শারীরিকভাবে সক্রিয় থাকলেও কিন্তু মস্তিষ্কের কার্যকারিতা বাড়ে। প্রতিদিন অন্তত ৩০ মিনিট হাঁটার অভ্যাস করতে হবে। শরীরচর্চার জন্য সময় বের করুন। যা শারীরিকভাবে সুস্থ রাখবে। মানসিকভাবে প্রফুল্লতা জোগাবে।
মাতৃভাষায় সবাই কথা বলতে জানেন। আপনি নিজেকে আরও দক্ষ করে তুলতে অন্য ভাষাও আয়ত্ত করতে পারেন। সুযোগ পেলে আগ্রহ নিয়ে একাধিক ভাষা শিখতে পারেন। এটি আপনার আত্মবিশ্বাস বাড়িয়ে দেবে। গবেষণায় দেখা গিয়েছে, দ্বিভাষী মানুষ অন্যদের তুলনায় স্মার্ট হন।
সবসময় নতুন কিছু শেখার অভ্যাস করুন। অনলাইনে প্রায়ই বিনামূল্যে বা খুব কম খরচে বিভিন্ন বিষয়ে ট্রেনিং নেওয়া যায়। সেই সুযোগ হাতিয়ে নিতে পারেন। যত জানবেন তত শিখবেন। সেই সঙ্গে নিজেকে আরও স্মার্ট করবেন।
নিজেকে নিয়ে, নিজের ক্যারিয়ারকে নিয়ে স্বপ্ন দেখুন। সেই স্বপ্ন বাস্তবায়ন করতে দৃঢ় থাকুন। সৃজনশীলভাবে কাজ করে যান। আপনি স্মার্ট হয়ে উঠবেন।