• ঢাকা
  • শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫

কেমন হবে পয়লা বৈশাখের মেকাপ


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: এপ্রিল ১৩, ২০২৩, ০৫:১৩ পিএম
কেমন হবে পয়লা বৈশাখের মেকাপ

রোদের তীব্রতা বেড়েছে। তাপমাত্রা প্রায় ৪০ ডিগ্রি সেন্টিগ্রেডের কাছাকাছি। পয়লা বৈশাখের মেকাপও চাই আবহাওয়ার সঙ্গে মানানসই। তাতে যেমন আরামবোধ হয়, তেমনি দেখতেও ভালো লাগে। বিশেষজ্ঞরা গরমে ত্বকের বিশেষ যত্ন নেওয়ার পরামর্শ দেন। অতিরিক্ত প্রোডাক্ট ব্যবহার করতেও নিষেধ করেন। মেকআপ করার সময়েও সতর্ক থাকতে হবে। তাহলে চলুন দেখে নিই পয়লা বৈশাখে কেমন হওয়া উচিত আপনার মেকআপ—

  • প্রথমে মুখ ক্লিনজিং করে নিন। তারপর টোনার লাগান। এরপর আপনি ময়শ্চারাইজার দিতে পারেন।
  • ঘাম হয়ে মেকআপ উঠে যাওয়ার সম্ভাবনা থাকে। তাই ফাউন্ডেশন সরাসরি লাগানোর আগে মুখে অবশ্যই ফেস প্রাইমার লাগান। ভালো করে ব্লেন্ড করে নিন। চোখের উপরেও লাগান। মেকআপ দীর্ঘক্ষণ থাকতে সাহায্য করে প্রাইমার।
  • গরমকালে হালকা মেকআপের পরামর্শ দিয়ে থাকেন বিশেষজ্ঞরা। আপনিও সেই টিপস মেনে চলুন। ফাউন্ডেশন না লাগানোই ভালো। তার পরিবর্তে আপনি সিসি বা বিবি ক্রিম ব্যবহার করতে পারেন।
  • স্কিনের কমপ্লেকশন অনুযায়ী শেড বেছে নিন। মুখে বিবি বা সিসি ক্রিম লাগিয়ে নেওয়ার পরে সামান্য ভেজা বিউটি ব্লেন্ডার দিয়ে তা মুখে ভালো করে ব্লেন্ড করে নিন।
  • নানা কারণে চোখের নিচে কালি পড়তে পারে। এছাড়াও মুখে নানা স্থানে দাগছোপ থাকে। কনসিলারের সাহায্যে সেগুলো ঢেকে দিন। চোখের নিচে, ঠোঁটের পাশে এবং মুখের প্রয়োজনীয় অংশে কনসিলার লাগিয়ে ভালো করে ব্লেন্ড করে নিন।
  • মেকআপ করার সময়ে ব্লাশ অন এবং হাইলাইটার লাগাতে ভুলবেন না। তাই আপনার লুকেও যেন সেই ছোঁয়া থাকে। চিক বোনে, নাকের ডগায়, থুতনিতে এবং চোখের পাতায় হাইলাইটার লাগিয়ে নিন। গালে পছন্দের ব্লাশ লাগিয়ে নিন। আপনার লুক দেখে সবাই প্রশংসা করবেন।
  • বাঙালি মেয়েরা কাজল পরতে খুবই ভালোবাসেন। আই মেকআপ শুরু করার আগে আই প্রাইমার লাগিয়ে নিতে ভুলবেন না। তারপর আপনি কাজল এবং লাইনার পরুন। ন্যুড আই শ্যাডো ব্যবহার করতে পারেন। সুন্দর দেখতে লাগবে আপনাকে।
  • আইব্রো মেকআপ সম্পূর্ণ করুন। শেষে লিপস্টিক পরুন। পছন্দের শেডে রাঙিয়ে নিন ঠোঁট। দারুণ দেখাবে আপনাকে। পছন্দের হেয়ারস্টাইল করুন এবং উপভোগ করুন সেই বিশেষ দিনটা।
Link copied!