বাংলার প্রতিটি ঘরেই আজ বর্ষবরণের আগমনী গান, ‘এসো হে বৈশাখ এসো এসো’। এবারও জাঁকজমকপূর্ণভাবে পয়লা বৈশাখ উদ্যাপনে জাতীয় পর্যায়ে নেওয়া হয়েছে বিভিন্ন কর্মসূচি।
তাই আজ প্রিয়জনকে সঙ্গে নিয়ে ঘুরে আসুন নববর্ষকে কেন্দ্র করে আয়োজিত অনুষ্ঠানস্থলগুলো থেকে। চলুন জেনে নিই যেসব স্থানে পয়লা বৈশাখের অনুষ্ঠান হচ্ছে—

- ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) চারুকলা অনুষদ ‘মঙ্গল শোভাযাত্রা’ ও সাংস্কৃতিক অনুষ্ঠান চারুকলা প্রাঙ্গণ
- রমনার বটমূলে ছায়ানটের সাংস্কৃতিক অনুষ্ঠান
- ঢাবির থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগ
- ঋষিজ শিল্পীগোষ্ঠীসহ অন্যান্য সাংস্কৃতিকঅনুষ্ঠান
- রবীন্দ্র সরোবর, ধানমন্ডি।
এ ছাড়া এদিন সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয় ও বাংলা একাডেমির উদ্যোগে বিভিন্ন জাতীয় পত্রিকায় ক্রোড়পত্র প্রকাশ করা হবে এবং দেশের সব জেলা, উপজেলা ও ইউনিয়নে বৈশাখী শোভাযাত্রা আয়োজন করা হবে।