• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫

৩০ কিলোর দৈত্যাকৃতি গোল্ডফিশ!


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: নভেম্বর ২৪, ২০২২, ০৭:৩০ পিএম
৩০ কিলোর দৈত্যাকৃতি গোল্ডফিশ!

মাছপ্রেমিদের অন্যতম প্রিয় গোল্ডফিস। স্বর্ণ রঙা বলে এই মাছটিকে গোল্ডফিশ বলা হয়। ঘরে অ্যাকুরিয়ামে গোল্ডফিশকে রাখতে কে না ভালোবাসেন। অ্যাকুরিয়ামে ঘুরে বেড়ানো গোল্ডফিশ দেখে চোখ জুড়িয়েছেন সবসময়। এবার বিষ্ময়কর দৈত্যাকৃতির গোল্ডফিশ দেখে মন ভরিয়ে নিন।

সম্প্রতি ৩০ কিলোর দৃত্যাকৃতির গোল্ডফিশ ধরা পড়েছে অ্যান্ডি হ্যাকেতের জালে। ফ্রান্সের শ্যাম্পেন অঞ্চলে ব্লু ওয়াটার লেকে মাছটি ধরেন অ্যান্ডি। বিশাল আকৃতির এই মাছটি ধরে রীতিমতো রেকর্ড করেছেন ৪২ বছর বয়সী এই ব্যক্তি।

অ্যান্ডি জানান, মাছটির বয়স হবে প্রায় ২০ বছর। ওজনে ৬৭.৪ পাউন্ড বা ৩০ কিলো ৫৭২ গ্রাম।   এটি লেদার কার্প ও কোই কার্পের মিশ্র প্রজাতি। গাঢ় কমলা রঙের দৈত্যাকৃতি এই মাছটি।  স্থানীয় মহলে এটি ‍‍`ক্যারট‍‍` নামেই পরিচিত। প্রায় ২৫ মিনিটের চেষ্টায় লালচে কমলা রঙের বিশালাকার গোল্ডফিশটিকে ধরেন। 

গণমাধ্যমের সাক্ষাতকারে অ্যান্ডি হাকেত বলেন, “অনেকেই চেষ্টা করেছেন। কিন্তু আমি কাজটি করতে পারবো তা ভাবিনি। মাছটি পানির উপরের দিকে সহজেই আসে না। তাই কাজটি সহজ ছিল না।“

 

সূত্র: বিবিসি

Link copied!