অটোমান বা উসমানীয় সাম্রাজ্যের সুলতান প্রথম সুলাইমানের দ্বিতীয় স্ত্রী হুররাম সুলতান। যার সৌন্দর্য, গুণ, প্রশংসায় পঞ্চমুখ ছিল চারপাশ। যার অপরূপ সৌন্দর্যের সাক্ষী রয়েছে ইতিহাসও।
তুরস্কের গণমাধ্যম টিআরটি ওয়ার্ল্ডের প্রতিবেদনে বলা হয়, অপরূপ সৌন্দর্যের অধিকারী হুররাম সুলতানের একটি দুর্লভ চিত্রকর্ম সম্প্রতি নিলামে বিক্রি হয়েছে। নিলামে এর দাম উঠেছে ১ লাখ ৭৩ হাজার মার্কিন ডলার। যা বাংলাদেশি টাকার মূল্যমানে ১ কোটি ৪৭ লাখ ২৩ হাজার ২১১ টাকা।
১৬-১৭ শতকের শেষে অঙ্কিত হয় হুররাম সুলতানের চিত্রকর্মটি। ইতালীয় শিল্পী টিটিয়ানের এক শিষ্য হুররামের এই চিত্রটি আঁকেন।
লন্ডনে ইসলামি বিশ্বের শিল্পী ও কারিগরদের অর্জনের এক হাজার বছর উদযাপন উপলক্ষে ‘ইসলামি বিশ্ব ও ভারতের শিল্প’ শিরোনামে চিত্রকর্ম প্রদর্শন করা হয়। ২৭ অক্টোবর অনুষ্ঠিত ওই আয়োজনে যুক্তরাজ্যভিত্তিক সংস্কৃতিবিষয়ক নিলাম প্রতিষ্ঠান সাদেবিস এই নিলামের আয়োজন করে। সেখানেই উচ্চ মূল্যে বিক্রি হয় হুররামের চিত্রকর্মটি।
এই নিলাম অনুষ্ঠানের আয়োজন করা হয় ইসলামি বিশ্বের শিল্পী ও কারিগরদের অর্জনের এক হাজার বছর উদযাপন উপলক্ষে।
নিলাম কর্তৃপক্ষ জানায়, এই অনুষ্ঠানে জায়গা পায় অন্তত ২০০ শিল্পকর্ম। এগুলোর মধ্যে ১ লাখ ৭৩ হাজার মার্কিন ডলারে বিক্রি হয়েছে অটোমান সামাজ্যের সম্রাজ্ঞী হুররাম সুলতানের দুর্লভ চিত্রকর্মটি।