• ঢাকা
  • বুধবার, ১২ ফেব্রুয়ারি, ২০২৫, ২৯ মাঘ ১৪৩০, ১৩ শা'বান ১৪৪৬

শ্রাবণেই হয় শিবের আরাধনা


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: আগস্ট ৪, ২০২১, ১২:১০ পিএম
শ্রাবণেই হয় শিবের আরাধনা

শ্রাবণ মাসেই হয় শিবের আরাধনা। এই মাসের প্রতি সপ্তাহের সোমবার শিবের মাথায় পানি ঢেলে মঙ্গল কামনায় পূজা করেন অনেকেই ৷ হিন্দুধর্মাম্বলীদের বিশ্বাস মতে, নিজের সংসার, সন্তানের মঙ্গল কামনায় শ্রাবণ মাসের পুরোটা সময় ধরেই শিবের পূজা করা মঙ্গলজনক। 

দেবাদিদেব মহাদেব, অর্থাৎ সব ঈশ্বরের সেরা শিব। তাই শিবপূজায় মনস্কামনা পূরণ হয়। মানসিক শান্তি পাওয়া যায়।

সমাজবিজ্ঞানে শ্রাবণে শিবপূজা করার পেছনে কিছু ব্যখ্যা দেওয়া হয়। সমাজবিজ্ঞানের মতে, শিব মানেই সৃষ্টি ৷ শ্রাবণ মাসে বৃষ্টি হয়, উর্বর হয়ে ওঠে জমি ৷ বপন, কর্ষণের জন্য এটি আদর্শ সময় ৷ জমিতে নতুন ফসল ফলে, এই মাসে পশুপাখিদের মিলন হয়। শিব সৃষ্টির প্রতীক ৷ তাই এই মাসে তার পূজা করা হয়।

হিন্দুশাস্ত্র অনুযায়ী, এই শ্রাবণ মাসেই বিষ পান করেছিলেন শিব৷ বিষপানে তার শরীর নীল হয়ে যায় ৷ তাই মাথায় পানি বা দুধ ঢেলে পূজা করা হয়। এই পূজার রীতি প্রায় প্রতিদিনই হয়। কিন্তু সোমবার বিশেষভাবে ধুমধাম করে এই পূজার আয়োজন করা হয়। কারণ সোমবার শিবের দিন বলেই পরিচিত।

কোনো জাতি বা লিঙ্গের বিভেদ ছাড়াই এই পূজা করা হয় ৷ সমানভাবে সবাই অংশগ্রহণ করতে পারেন। মহাদেবকে পূজা দিতে পরিবারের সবাই একত্র হন। সর্বাত্মক ধ্যানে মগ্ন হয়ে এই পূজা করেন।

এদিকে হিন্দুশাস্ত্রে প্রচলিত তথ্যমতে, অবিবাহিত নারীরা বিশেষভাবে শিবপূজা করেন। তাদের মনস্কামনা থাকে, শিবের মতো স্বামী হবে। অন্যদিকে এই পূজায় পুরুষদের কামনা থাকে, নিজেদের সুখ-সমৃদ্ধির বৃদ্ধির পাবে।

এ বছর শ্রাবণ মাসে ৫টি সোমবারে পূজা হচ্ছে- ১৯ জুলাই ২০২১ - প্রথম সোমবার, ২৬ জুলাই ২০২১- দ্বিতীয় সোমবার, ২ অগস্ট ২০২১- তৃতীয় সোমবার, ৯ অগস্ট ২০২১ - চতুর্থ সোমবার, ১৬ আগস্ট ২০২১ -পঞ্চম সোমবার।

শ্রাবণ মাসে শিবপূজা যেভাবে করবেন  

  • শ্রাবণ মাসের সোমবার উপবাস করে শিবপূজা করা ভালো। উপবাস না করতে পারলে এই দিন নিরামিষ খেতে হয়।
  • শিব ভক্তি করতে মহাদেবের পায়ে ফুল, বেলপাতা অর্পণ আরতি করতে হয়। এতে জীবনে কোনো রকম বিপদ-আপদ আসবে না বলে বিশ্বাস করেন। ধুতুরা, আকন্দ, অপরাজিতা, কলকে প্রভৃতি ফুল শিবের প্রিয় বলে জানা যায়। 
  • ‘শ্রাবণ’ শব্দের উৎস হয়েছে ‘শ্রবণ’ থেকে। তাই এই মাসে শুভ কথা শোনার মাস। 
  • প্রতি সোমবার স্নান করে শিবস্তোত্র পাঠ করা অত্যন্ত শুভ।
  • যারা রুদ্রাক্ষ ধারণ করতে চান, শ্রাবণ মাস তাদের জন্য সবচেয়ে ভালো সময়।
  • শ্রাবণ মাসে স্ফটিক শিবলিঙ্গ স্থাপন করা শুভ ফলদায়ী বলে মনে করা হয়।
  • শ্রাবণের প্রতি সোমবার মহাদেবের মহামৃত্যুঞ্জয় মন্ত্রোচ্চারণ করলে মনের শান্তি রক্ষা হয়। পাশাপাশি বিপদমুক্ত থাকা যায়।
Link copied!