• ঢাকা
  • মঙ্গলবার, ১৫ জুলাই, ২০২৫, ৩০ আষাঢ় ১৪৩২, ১৯ মুহররম ১৪৪৬

বিশ্বের সবচেয়ে লম্বা নাকের অধিকারী


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: নভেম্বর ১, ২০২১, ০৪:৪৮ পিএম
বিশ্বের সবচেয়ে লম্বা নাকের অধিকারী

মানুষের মুখমন্ডলের মধ্যে নাক একটি বিশেষ প্রত্যঙ্গ। মুখের দিকে তাকালেই সবার আগেই নাক আমাদের চোখে পড়ে। তবে জেনেটিক কারণে এই নাকের মধ্যে কমবেশি মিল-অমিল দেখা যায়। সুন্দর নাকের অধিকারীদের নিজের নাক নিয়ে রয়েছে অহম। আবার নাকের এ রকম ফেরে চলে প্রতিযোগিতা।

বর্তমানে বিশ্বের সবচেয়ে বড় নাকের রেকর্ড করেছেন তুর্কির মেহমেট ইজিরেক। বিশ্বের সবচেয়ে বড় নাক তার। গত ১০ বছরে কেউ তার এই রেকর্ড টপকাতে পারেননি। সাড়ে তিন ইঞ্চি দৈর্ঘ্যের নাক নিয়ে এক দশক ধরে গিনেস বুক রেকর্ডে নিজের অবস্থান ধরে রেখেছেন তুরস্কের মেহমেট ইজিরেক।

 ২০১০ সালে প্রথম গিনেস বুকে নাম লেখান ৭১ বছর বয়সী মেহমেত। তবে এখন পর্যন্ত লম্বা নাকের জীবিত ব্যক্তি তিনিই। তার নাকের দৈর্ঘ্য ৮.৮ সেন্টিমিটার বা ৩.৪৬ ইঞ্চি।

ওজিইউরেকের নাকের দৈর্ঘ্য, জীবিত ব্যক্তিদের মধ্যে সবচেয়ে বড়। দিন দিন তা বেড়েই চলেছে। ১০ বছর আগে ৮ অক্টোবর সরকারিভাবে তাকে গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ড থেকে স্বীকৃতি দেওয়া হয়। নতুন করে এখনো তার নাকের দৈর্ঘ্য মাপা হয়নি। তবে তার এই রেকর্ড এখনো কেউ ভাঙতেও পারেননি।

গিনেস বুক কর্তৃপক্ষ বৃহস্পতিবার এক টুইটার পোস্টে জানিয়েছেন, ২০১০ সালে ৩ দশমিক ৪৬ ইঞ্চি নাক নিয়ে রেকর্ড করেন মেহমেট। এখন পর্যন্ত ৭১ বছর বয়সী মেহমেটের নাকের নাগাল বিশ্বের আর কেউ পায়নি। লম্বা নাকের শীর্ষস্থানটি ধরে রেখেছেন তিনি।

এর আগে ইতিহাসে সবচেয়ে লম্বা নাকের রেকর্ড ছিল থমাস ওয়েদারস নামে ইংল্যান্ডের এক বাসিন্দার। অষ্টাদশ শতাব্দীতে থমাসের নাক অস্বাভাবিকভাবে বেড়ে ১৯ সেন্টিমিটার লম্বা হয়ে যায়। তিনি ছিলেন একজন সার্কাস অভিনেতা। মাত্র ৫২ বছর বয়সে তিনি মারা যান।

সূত্র: ইন্ডিয়া টাইমস

 

Link copied!