শুরু হয়েছে ফ্যাশন দুনিয়ার সবচেয়ে আকর্ষণীয় ফ্যাশন উৎসব ‘নিউইয়র্ক ফ্যাশন উইক-২০২১’।
শুক্রবার নিউইয়র্কের ম্যানহাটনে শুরু হয় জমকালো এ আয়োজন। এবারের আয়োজনে যোগ হয়েছে ভিন্ন মাত্রার পোশাক। বিখ্যাত সব ফ্যাশন ডিজাইনার ও মডেলদের মিলনমেলায় জমজমাট হয়ে উঠবে এবারের আসর।
‘এখনই কিনুন পরে পরিশোধ করুন’ ভিত্তিতে প্রদর্শনীর পোশাকগুলো বিক্রির ব্যবস্থাও করা হয়েছে। এবারে আয়োজন চলবে ১২ সেপ্টেম্বর পর্যন্ত।
এবারের আয়োজনে বিখ্যাত ফ্যাশন ডিজাইনার ক্যারোলাইনা হেরেরা উপস্থাপন করেছেন তার অনবদ্য সৃষ্টিকে। আপার ইস্ট সাইডের একটি ঐতিহাসিক বাড়ির ৪০ বছর পূর্তিতে লেটেস্ট ডিজাইন নিয়ে তিনি উপস্থিত হয়েছেন। আরও উপস্থিত ছিলেন গায়ক টিনাশে ও অভিনেত্রী ডোভ ক্যামেরন ।
অভিজাত গাউন, বড় হাতার সঙ্গে ক্ল্যাসিক সিলোয়েটসহ বিভিন্ন ধাঁচের পোশাকে সেজেছেন জনপ্রিয় মডেলরা। মাতিয়ে তুলেছেন ফ্যাশন শো।
ক্রিয়েটিভ ডিরেক্টর ওয়েস গর্ডন বলেন, “মহামারির কারণে এবারের আয়োজন ঐতিহাসিক টাউন গ্যালারিতে অনুষ্ঠিত হচ্ছে। এ প্রদর্শনীর জন্য দেড় বছরের মতো অপেক্ষা করছি। অবশেষে আমরা সত্যিই আনন্দিত।”
আকর্ষণীয় সব দৃষ্টিনন্দন পোশাক নিয়ে আয়োজনে অংশ নিয়েছেন জনপ্রিয় ফ্যাশন ডিজাইনার লা কুয়ান স্মিথ। আয়োজন নিয়ে লা কুয়ান স্মিথ বলেন, “আমার এবারের কাজ ট্রেডিশনের বাইরে। আরামদায়ক পোশাক ও গ্ল্যামার দুটোকেই একসঙ্গে উপস্থাপনে চেষ্টা করেছি এবারের শোতে।”