নীচে পানি, আর উপরে উচুঁতে দড়ি দিয়ে হাঁটার কথা ভাবতে পারেন? সত্যিই ভাবলেই গা শিউরে উঠে! কিন্তু কঠিন ও কষ্টসাধ্য এই কাজটি করে দেখিয়েছেন প্যারিসের এক যুবক। তার নাম নাথান পলিন। ফ্রান্সের 'ঐতিহ্য দিবসে' ৭০ মিটার উপরে সরু দড়িতে হেটে তাক লাগিয়ে দিয়েছেন ২৭ বছর বয়সী এই যুবক।
বিবিসি জানায়, নাথান পলিন একজন পেশাদার টাইটরোপ ওয়াকার। মাটি থেকে ৭০ মিটার বা ২৩০ ফুট উপরে একটি দড়ির উপর দিয়ে তিনি হেটেছেন। মাত্র ২.৫ সেন্টিমিটার মোটা দড়ি দিয়ে তিনি ৬০০ মিটার বা দুই হাজার ফুট পথ হেটে পার করেছেন। দড়ির এক প্রান্ত আইফেল টাওয়ারের সঙ্গে এবং অন্য প্রান্ত শাইলো থিয়েটারের সঙ্গে বাঁধা ছিল। এর নীচ দিয়ে বইছে শেন নদী।
দুর্ঘটনা এড়ানোর সুরক্ষা ব্যবস্থাও নিয়েছিলেন এই যুবক। তার গায়ে বাঁধা ছিল আরও একটি দড়ি। মূল দড়ির সঙ্গে যুক্ত করা ছিল এটি। পা পিছলে যেন কোনো বিপদ না ঘটে সেই জন্যেই এই ব্যবস্থা।
সংশ্লিষ্টরা জানায়, ৬০০ মিটার দড়ি-পথ পাড়ি দিতে পলিন কিছুটা বিশ্রামও নিয়েছেন। কখনও দড়ির উপর বসে কখনও শুয়ে বিশ্রাম নিয়ে তিনি ধীরে ধীরে দড়িটি পাড় করতে সক্ষম হয়েছেন।
পলিন বলেন,” ৬০০ মিটার পথ হাঁটা মোটেও সহজ ছিল না। গভীর মনোযোগ দিয়ে কাজটি করতে হয়েছে। পাশাপাশি মানসিক চাপ ও সংশ্লিষ্ট আরও অনেক কিছু বিষয়কে নিয়ন্ত্রণ করতে হয়েছে।“
প্রতিবছর সেপ্টেম্বরের তৃতীয় সপ্তাহে 'ঐতিহ্য দিবস' পালন করা হয় ইউরোপজুড়ে। ঐতিহ্যবাহী সব জিনিস উপভোগ করতে দর্শনার্থীরা এখানে ভিড় করেন। দর্শনার্থীদের মুগ্ধ করতেই পলিন এই ঐতিহ্যবাহী দড়ি-হাঁটার প্রদর্শণ করেন। দর্শনার্থীরাও বেশ কৌতুহল ও আনন্দ নিয়ে পুরো বিষয়টি উপভোগ করে।
 
                
              
 
																                   
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                    






































