এক তরুণীর কানের ভেতরে বাসা বেঁধেছে মাকড়সা। তা-ও টের পেয়েছেন খানিকটা সময় পর। কানের মধ্যে অদ্ভুত শব্দ শুনতে পাচ্ছিলেন ওই তরুণী। অস্বস্তিবোধ হলে যান চিকিৎসকের কাছে। কানে কোনো সংক্রমণ হয়েছে কি না, তা পরীক্ষা করতেই বেরিয়ে এলো জীবন্ত এক মাকড়সা।
চিকিৎসকরা জানান, মেয়েটির কানের ‘টাইমপ্যানিক মেমব্রেনের উপরিভাগে’ দিব্যি ঘুরে বেড়াচ্ছে জীবন্ত ওই মাকড়সা। কানের ভেতর ক্যামেরা প্রবেশ করতেই মাকড়সাটি লেন্সের কাছে আসে, যা দেখে চমকে যান চিকিৎসকরা।
ঘটনাটি ঘটেছে চীনের দক্ষিণাঞ্চলীয় হুনান প্রদেশের ঝুঝু এলাকায়। তরুণীর নাম লি। কানে জীবন্ত মাকড়সা পাওয়ার ঘটনাটি স্থানীয় বিভিন্ন গণমাধ্যমেও প্রকাশ পায়।
বিভিন্ন গণমাধ্যমের খবরে জানায়, একটি বৈদ্যুতিক অটোস্কোপ ব্যবহার করে চিকিৎসকরা মাকড়সাটি অপসারণ করেন। বাইরে ঘুরতে থাকা জীবন্ত মাকড়সাটি কোনোভাবে ওই তরুণীর কানে প্রবেশ করে। সারা রাত এটি মেয়েটির কানেই অবস্থান করেছে।
এটাই প্রথম নয়, এর আগেও ২০১৯ সালে চীনের এক ব্যক্তির কানে জীবন্ত মাকড়সার অস্তিত্ব পাওয়া যায়। ওই সময় মাকড়সাটি রীতিমতো জাল বুনেছিল ওই ব্যক্তির কানের ভেতরে।
সূত্র: সিবিএসনিউজ