• ঢাকা
  • শনিবার, ২৭ জুলাই, ২০২৪, ১২ শ্রাবণ ১৪৩১, ২০ মুহররম ১৪৪৫

ট্যাটু করতে খেয়াল রাখুন


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জুলাই ১৪, ২০২১, ০৩:০৭ পিএম
ট্যাটু করতে খেয়াল রাখুন

ট্যাটু, ফ্যাশন জগতের নতুন ট্রেন্ড। কয়েক বছর ধরেই তরুণ-তরুণীদের পছন্দে ধাপিয়ে বেড়াচ্ছে এই ট্রেন্ডটি। গায়ে নানা রঙের ট্যাটু বা উল্কি আকছেন। সেই ট্যাটু প্রদর্শণ করে পোশাকও পরছেন। বিশ্ব দরবারে ট্যাটুর এই ফ্যাশন ট্রেন্ড এখন দেশেও সমানতালে ছড়িয়ে পড়েছে। কিন্তু এই ট্যাটু করার অআগে বিশেষ কিছু দিকে খেয়াল রাখার পরামর্শ রয়েছে ফ্যাশন বিশেষজ্ঞদের। 

কৌতুহলের বশে ট্যাটুতো করাচ্ছেন তরুণ-তরুণীরা, কিন্তু এর নেতিবাচক দিন খেয়াল করছেন না। তাই ট্যাটু করতে যে বিষয়গুলোর দিকে বিশেষ নজর দিতে হবে তা জানাব এই আয়োজনে_

  • ট্যাটুতে বিভিন্ন রঙের ব্যবহার হয়। যে রঙই হোক না কেন তা যেন নিঁখুতভাবে চামড়ার বসে যায় সেদিকে খেয়াল রাখতে হবে৷
  • রঙটি ভালো না খারাপ তা বোঝার একমাত্র উপায় হচ্ছে ট্যাটু যখন শুকিয়ে যায়। তাই অবশ্যই অভিজ্ঞ ভালো জায়গা থেকে ট্যাটু করাতে হবে।
  • শরীরে কোন অংশে কিরকম ট্যাটু মানাবে তা আগে রিসার্চ করে নিতে হবে।
  • ট্যাটু আর্টিস্টের সঙ্গে নিজের পছন্দের বিষয়টি পরামর্শ করে নিতে হবে। তা আপনার ব্যক্তিত্বের সাথে যায় কিনা সেদিকেও খেয়াল রাখতে হবে।
  • গরমকালে ট্যাটু না করাই ভালো। বরং শীতকালে ট্যাটু করার চেষ্টা করবেন। কারণ গরমের ঘাম বেশি হয়। আবার অনেকের চুলকানি বা র‍্যাশের মতো সমস্যাও থাকে। শীতের সময় এমন সমস্যায় পড়তে হয় না।
  • যারা ক্যারিয়ার শুরু করেননি তারা খেয়াল রাখবেন আপনার প্রফেশনে ট্যাটু অ্যালাও হবে কিনা। অনেক কোম্পানি ও কর্মক্ষেত্রে ট্যাটু করা থাকলে কাজে নেওয়ায় আপত্তি থাকে। বিষয়টি অবশ্যই খেয়াল রাখবেন।
  • প্রেমিক বা প্রেমিকার নাম ট্যাটু করার আগে একাধিকবার ভেবে নিন। কারণ ব্রেকআপের পর এই ট্যাটু আপনাকে বিপদে ফেলে দিবে।
  • ট্যাটু করার সময় টাকার কম্প্রোমাইজ করতে যাবেন না। দরকার হলে টাকা জমিয়ে আরও পরে করিয়ে নিন।
  • ট্যাটু করার সময় নানা সংক্রমণ হওয়ার আশঙ্কা থাকে ট্যাটুর নিডল থেকে। পরিষ্কার, জীবাণুমুক্ত এবং ডিসপোজেবল নিডেল ব্যবহার হবে এমন জায়গা থেকেই ট্যাটু করাবেন। যার মূল্য বেশি হলেও আপত্তি করবেন না।
  • ব্যথা সহ্য করার ক্ষমতা না থাকলে ট্যাটু করতে যাবেন না। এতে না ট্যাটু ভালো করে হবে না। তাই ব্যথা লাগবে এটা নিজের মন ও মাথাকে বুঝিয়ে রেডি করে নেবেন।
  • ট্যাটু করার আগে ও পরে কিছু নিয়ম মানতে হয়। যা অবশ্যই খেয়াল রাখবেন। কারন এগুলো আপনার স্কিনের কেয়ারের জন্য় মানতে হবে।
Link copied!