• ঢাকা
  • রবিবার, ১৬ ফেব্রুয়ারি, ২০২৫, ২ ফাল্গুন ১৪৩০, ১৭ শা'বান ১৪৪৬

গরমে তরুণদের ফ্যাশনে যা থাকছে


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জুলাই ১৪, ২০২১, ০৩:০৯ পিএম
গরমে তরুণদের ফ্যাশনে যা থাকছে

তরুণদের ফ্যাশনে স্বাচ্ছন্দ্য আর সৌন্দর্যকে প্রধান্য দিয়ে দ্রুত পরিবর্তন আসে। গরমে ও শীতে বাইরে কিংবা বাড়িতে  তরুণদের প্রথম পছন্দই থাকে টি–শার্ট আর স্নিকার্স। জায়গা অনুসারে পরিবর্তিত হয় তাদের পোশাক অনুষঙ্গ। তবে কমফোর্ট জোনের মধ্যে পছন্দের তালিকার শীর্ষে থাকে শর্টস, টি–শার্ট আর স্লিপার বা স্নিকার্স।

প্রচণ্ড গরম আর যে কোনও সময় বৃষ্টি এই সময়টাতে তরুণরা কোয়াটার প্যান্টের সঙ্গে টি-শার্ট পরতেই স্বাচ্ছন্দ্যবোধ করে। শর্টসের চাহিদা বুঝে তরুণদের ফ্যাশনের সঙ্গে সমন্বয় করা হয়েছে এখন। বিভিন্ন ডিজাইনের শর্টস এখন বাজারে পাওয়া যাচ্ছে। হাঁটু থেকে সামান্য ওপরে কিংবা হাটুর সামান্য নিচে থাকছে এসব শর্টসগুলো। দুই পাশে পকেট, বর্ডার লাইনে কিছু নকশা আর পেছনেও পকেট থাকে।

নতুন ফ্যাশনে শর্টসের সঙ্গে টি-শার্ট আর স্নিকার্সের চাহিদা মাথায় রেখেছে ফ্যাশন হাউজগুলোও। তরুণদের জন্য় তারা তৈরি করেছে বিভিন্ন ডিজাইনের টি-শার্ট, স্নিকার্স আর শর্টস। সেখানে শর্টসে উজ্জ্বল রঙ রাখা হয়েছে। চেক, এক রঙের বা আর্মি প্রিন্টের নকশাও প্রাধান্য পেয়েছে। ফেব্রিকে থাকছে জিনস বা উন্নতমানের সুতি কাপড়। চাপা বা ঢোলা কাটের শর্টস পাওয়া যাচ্ছে।

আরও থাকছে বিভিন্ন নকশার টি–শার্ট। ফুলেল নকশা কিংবা এক রঙের টি-শার্টের চাহিদা বেশি। এর সঙ্গে বাজারে পাওয়া যাচ্ছে বিচিত্র রঙের স্নিকার্স। চেক স্টাইলের স্নিকারের চাহিদাও রয়েছে অনেক।

এসব পোশাকের সঙ্গে চামড়ার বেল্টও পরছেন তরুণরা। হাতে থাকছে ব্র্যান্ডের ঘড়ি। পছন্দসই সানগ্লাসও থাকছে তরুণদের গরমের ফ্যাশনে।

Link copied!