পৃথিবীর অষ্টম আশ্বর্যের মধ্যে অন্যতম হলো মিশরের পিরামিড। সেখানেই উদ্ধার হওয়া এর মমির পূর্ব ইতিহাস জানতে করা হলো সিটি স্ক্যান। অবাক হলেও সত্যি! সম্প্রতি উদ্ধারকৃত এক ইজিপ্টের মমির সিটি স্ক্যান করলো ইতিহাসবিদেরা।
জিনিউজ জানায়, উদ্ধারকৃত মমিটি আনখেখোঁসুর। মিশরীয় ইতিহাস থেকে জানা যায়, আনখেখোঁসুর ছিলেন একজন পুরোহিত। মমির গায়ের জামাকাপড় দেখে এটা নিশ্চিত করেছেন বিশেষজ্ঞরা।
সংবাদসংস্থা রয়টার্স জানাচ্ছেন, এই মমিটির বয়স ৩ হাজার বছর পুরোনো।
আনখেখোঁসুর মমিটির সিটি স্ক্যান করা হয়। কারণ মমিটির অঙ্গপ্রত্যঙ্গের বিস্তারিত তথ্য জানার চেষ্টা করছিলেন গবেষকরা। সিটি স্ক্যান করতে মমিটিকে নিয়ে আসা হয় সিভিক আর্কিওলজিকাল মিউজিয়াম অফ বার্গেমো থেকে মিলানের পলিক্লিনিকো হাসপাতালে।
গবেষকরা জানান, মমির মধ্যে কিছু ঐতিহাসিক ঘটনা রয়েছে কি না তা বোঝার জন্যই এই সিটি স্ক্যান।
মমি প্রজেক্ট রিসার্চ-এর ডিরেক্টর সাবিনা মালগোরা বলেন, "এরা সময়ের অনেক কিছু জানান দেয়।"