• ঢাকা
  • শনিবার, ১৪ ডিসেম্বর, ২০২৪, ২৯ অগ্রহায়ণ ১৪৩১, ১২ জমাদিউস সানি ১৪৪৬

কর্মী নিচ্ছে ইউনাইটেড ফাইন্যান্স


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জানুয়ারি ১৯, ২০২২, ১১:১৯ এএম
কর্মী নিচ্ছে ইউনাইটেড ফাইন্যান্স

নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ইউনাইটেড ফাইন্যান্স লিমিটেড।  প্রতিষ্ঠানটি রিকভারি বিভাগে কর্মী নিয়োগ দেবে। আগ্রহীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে।

প্রতিষ্ঠানের নাম
ইউনাইটেড ফাইন্যান্স লিমিটেড

পদের নাম
ইউনিট হেড, রিকভারি

পদসংখ্যা
অনির্ধারিত

যোগ্যতা
স্নাতক/স্নাতকোত্তর। আইন বিষয়ে ডিগ্রি থাকলে অগ্রাধিকার দেওয়া হবে।

অভিজ্ঞতা
৭-৯ বছর। এর মধ্যে ম্যানেজার পদে ৩-৪ বছরের অভিজ্ঞতা এবং ব্যাংক ও এনবিএসআইএ–সংক্রান্ত কাজে অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে।
 
চাকরির ধরন
ফুল টাইম

কর্মস্থল
ঢাকা

বেতন
আলোচনা সাপেক্ষে।

আবেদন প্রক্রিয়া
আগ্রহীদের

কখন পানি পান করবেন?

বিস্তারিত পড়ুন
O\ob/^l_p ._bbjZb]2Zb\j_/as`t\hbe[a[n_u^eb&Zl\pbb_J\p5">এ লিংকে লগইন করে আবেদন করতে হবে। আবেদন করার আগে নিয়োগ ও আবেদনসংক্রান্ত বিস্তারিত তথ্য এ লিংক থেকে জেনে নিতে হবে।

আবেদনের শেষ সময়
১৭ ফেব্রুয়ারি।

 

সূত্র : প্রতিষ্ঠানের ওয়েবসাইট

Link copied!