চাকরিপ্রার্থীদের জন্য সুখবর নিয়ে আসছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)। ৪৪তম বিসিএসের ঘোষণা আসছে। সাধারণ এই বিসিএসে নেওয়া হবে ১ হাজার ৭১০ জন প্রথম শ্রেণির ক্যাডার কর্মকর্তা।
জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করা হয়েছে।
জানা গেছে, ৪৪তম বিসিএসের কার্যক্রম জনপ্রশাসন মন্ত্রণালয়ের পক্ষ থেকে শেষ করে পিএসসিতে পাঠানো হয়েছে। মন্ত্রণালয় থেকে চাহিদাপত্র নিয়ে কতজনকে কোথায় নেওয়া হবে, তা ঠিক করে নিয়োগের কার্যক্রম শুরুর জন্য পিএসসিকে বলা হয়েছে। পিএসসি এখন এটি নিয়ে কাজ শুরু করেছে।
এদিকে পিএসসি সূত্রে জানা গেছে, ৩০ নভেম্বর পিএসসিতে একটি বিশেষ সভা ডাকা হয়েছে। সেখানেই ৪৪তম বিসিএসের বিষয়ে আলোচনা হতে পারে। চলতি মাসের মধ্যেই বিজ্ঞপ্তি আসতে পারে।
গত ২৯ অক্টোবর ৪৩তম বিসিএসের প্রিলিমিনারি অনুষ্ঠিত হয়। এতে চার লাখের বেশি প্রার্থী আবেদন করেছিলেন।