• ঢাকা
  • মঙ্গলবার, ১৫ জুলাই, ২০২৫, ৩০ আষাঢ় ১৪৩২, ১৯ মুহররম ১৪৪৬

বিসিএসের প্রিলিমিনারি টেস্টে কোন বিষয়ে কত নম্বর


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: এপ্রিল ১৬, ২০২৪, ০৩:০৫ পিএম
বিসিএসের প্রিলিমিনারি টেস্টে কোন বিষয়ে কত নম্বর
ছবিঃ সংগৃহীত

২৬ এপ্রিল (শুক্রবার) সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ৪৬তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হবে। ৩৪ তম বিসিএসের পর থেকে আবেদন যাচাই বাছাইয়ের পর  বাংলাদেশ সরকারি কর্ম কমিশন ২০০ নম্বরের এমসিকিউ টাইপ (MCQ Type) প্রিলিমিনারি টেস্ট গ্রহণ করে থাকে। এর আগে ১০০ নম্বরের পরীক্ষা হতো। এই পরীক্ষায় ২০০ টি এমসিকিউ থাকবে। প্রত্যেকটি সঠিক উত্তরের জন্য ১ মার্ক এবং প্রতিটি ভুল উত্তরের জন্য প্রাপ্ত মার্ক থেকে .৫০ মার্ক কাটা যাবে।

চলুন দেখে নেওয়া যাক প্রিলিমিনারি টেস্টে কোন বিষয়ে কত নম্বর 

  • বাংলা ভাষা ও সাহিত্য: ৩৫ নম্বর
  •  ইংরেজি ভাষা ও সাহিত্য: ৩৫ নম্বর
  • বাংলাদেশ বিষয়াবলি: ৩০ নম্বর
  • আন্তর্জাতিক বিষয়াবলি: ২০ নম্বর
  • ভূগোল (বাংলাদেশ ও বিশ্ব), পরিবেশ ও দুর্যোগ ব্যবস্থাপনা: ১০ নম্বর
  • সাধারণ বিজ্ঞান: ১৫ নম্বর
  • কম্পিউটার ও তথ্যপ্রযুক্তি: ১৫ নম্বর
  • গাণিতিক যুক্তি: ১৫ নম্বর
  • মানসিক দক্ষতা: ১৫ নম্বর
  • নৈতিকতা, মূল্যবোধ ও সুশাসন: ১০
    মোট: ২০০ নম্বর।

এবার ৪৬তম বিসিএসে ৩ লাখ ৩৮ হাজার আবেদন জমা পড়েছে, যেখানে শূন্য পদ ৩ হাজার ১৪০টি। এই বিসিএসে সবচেয়ে বেশি নেওয়া হবে স্বাস্থ্য ক্যাডারে। এ ছাড়া সহকারী সার্জন ১ হাজার ৬৮২ জন, সহকারী ডেন্টাল সার্জন ১৬ জন নেওয়া হবে। এরপর সবচেয়ে বেশি নেওয়া হবে শিক্ষা ক্যাডারে। বিভিন্ন বিষয়ে এই ক্যাডার থেকে বিসিএস শিক্ষায় ৫২০ জন নেওয়া হবে। প্রশাসনে ২৭৪ জন, পররাষ্ট্রে ১০, পুলিশে ৮০, আনসারে ১৪, মৎস্যে ২৬ ও গণপূর্তে ৬৫ জন নেওয়া হবে।

Link copied!