• ঢাকা
  • শুক্রবার, ০৩ মে, ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১, ২৩ শাওয়াল ১৪৪৫

দুটি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের পরীক্ষার সূচি প্রকাশ


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: নভেম্বর ২১, ২০২৩, ১১:৩৬ এএম
দুটি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের পরীক্ষার সূচি প্রকাশ
ছবি: সংগৃহীত

ব্যাংকার্স সিলেকশন কমিটি সচিবালয়ের সমন্বিত দুটি ব্যাংক/ আর্থিক প্রতিষ্ঠানের সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার (সিভিল) পদে নিয়োগের জন্য আবেদনকারী প্রার্থীদের মধ্যে যোগ্য প্রার্থী নির্বাচনের লক্ষ্যে প্রার্থীদের এক সেশনে ১ ঘণ্টাব্যাপী ১০০ নম্বরের প্রিলিমিনারি পরীক্ষা ও ২ ঘণ্টাব্যাপী ২০০ নম্বরের লিখিত পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।  ২৪ নভেম্বর সকাল সাড়ে ৯টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত অনুষ্ঠিত হবে।

পরীক্ষার প্রবেশপত্র বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট থেকে সংগ্রহ করতে হবে। প্রবেশপত্র ছাড়া কোনো প্রার্থী পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন না। পরীক্ষা শুরুর কমপক্ষে এক ঘণ্টা আগে পরীক্ষার্থীদেরকে পরীক্ষাকেন্দ্রে উপস্থিত হতে হবে।

প্রবেশপত্র ছাড়া অন্য কোনো কিছু নিয়ে পরীক্ষাকেন্দ্রে প্রবেশ করা যাবে না। প্রবেশপত্রে কোনো কিছু লেখা যাবে না ।

পরীক্ষার সময় পরীক্ষার্থীদের মুখমণ্ডল ও উভয়কান দৃশ্যমান রাখতে হবে। মাস্ক ছাড়া পরীক্ষাকেন্দ্রে প্রবেশ করা যাবে না এবং কোভিড-১৯–সংক্রান্ত স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে।

 

Link copied!