• ঢাকা
  • শনিবার, ২৭ জুলাই, ২০২৪, ১২ শ্রাবণ ১৪৩১, ২০ মুহররম ১৪৪৫

৪০তম বিসিএস নন-ক্যাডারে ৩৬৫৭ জনকে নিয়োগের সুপারিশ


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: সেপ্টেম্বর ২১, ২০২৩, ০৯:১২ এএম
৪০তম বিসিএস নন-ক্যাডারে ৩৬৫৭ জনকে নিয়োগের সুপারিশ

৪০তম বিসিএসের নন ক্যাডারে ৩ হাজার ৬৫৭ জনকে নিয়োগের জন্য সুপারিশ করে ফল প্রকাশ করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)।

বুধবার (২০ সেপ্টেম্বর) বিকেলে পিএসসির পরীক্ষা নিয়ন্ত্রক আনন্দ কুমার বিশ্বাস স্বাক্ষরিত বিজ্ঞপ্তি থেকে এসব তথ্য জানা গেছে।

৪০তম বিসিএসের লিখিত ও মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ, কিন্তু ক্যাডার পদে সুপারিশপ্রাপ্ত হননি এমন প্রার্থীদের কাছ থেকে অনলাইনে আবেদন চায় পিএসসি। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী (পুর)/উপজেলা সহকারী প্রকৌশলীর ১৫৬টি পদে মামলা সংক্রান্ত জটিলতার কারণে দুই দফা এ আবেদন নেয় পিএসসি। এ নিয়োগে ৯ম থেকে ১২তম গ্রেডে ৪ হাজার ৪৭৮টি শূন্য পদে নিয়োগে সুপারিশ করার কথা ছিল।

এর আগে ২০১৮ সালের ১১ সেপ্টেম্বর ৪০তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। এরপর প্রিলিমিনারি, লিখিত ও মৌখিক পরীক্ষা শেষে গত বছরের ৩০ মার্চ এই বিসিএসের চূড়ান্ত ফল ঘোষণা করা হয়। এরপর নেওয়া হয় নন ক্যাডার পদে নিয়োগের আবেদন।

বিভিন্ন মন্ত্রণালয়/বিভাগে নিয়োগের জন্য প্রাথমিকভাবে নির্বাচিত প্রার্থীদের রেজিস্ট্রেশন নম্বর দেখতে এখানে ক্লিক করুন। 

Link copied!