• ঢাকা
  • রবিবার, ১৫ ডিসেম্বর, ২০২৪, ৩০ অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জমাদিউস সানি ১৪৪৬

৪০তম বিসিএসের নন-ক্যাডারে আবারো আবেদন শুরু ৩১ আগস্ট


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: আগস্ট ৩১, ২০২৩, ০১:৪০ পিএম
৪০তম বিসিএসের নন-ক্যাডারে আবারো আবেদন শুরু ৩১ আগস্ট
ছবি: সংগৃহীত

৪০তম বিসিএসের লিখিত ও মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ হয়েও যাদের বাংলাদেশ সিভিল সার্ভিসে সুপারিশ করা সম্ভব হয়নি তাদের মধ্যে যাঁরা নন-ক্যাডার পদের চাকরিতে আগ্রহী, তাঁদের কাছ থেকে আবারো অনলাইনে আবেদন চেয়েছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। নতুন ঘোষণা অনুযায়ী, বৃহস্পতিবার (৩১ আগস্ট) বিকেল ৬টা থেকে শুরু হবে আবেদন গ্রহণ। যা চলবে আগামী ৭ সেপ্টেম্বর পর্যন্ত।

বুধবার(৩০ আগস্ট) রাতে পিএসসির পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার) আবদুল্লাহ আল মামুন স্বাক্ষরিত নন-ক্যাডার পদে পছন্দক্রম আহ্বান-সংক্রান্ত বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা গেছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সুপারিশ করা সম্ভব হয়নি, এমন ৮ হাজার ১৬৬ প্রার্থীর মধ্যে যাঁরা ৯ম থেকে ১২তম গ্রেডের নন-ক্যাডার পদে চাকরি করতে চান, তাঁরা আবেদন করতে পারবেন।

বিজ্ঞপ্তিতে ৯ম থেকে ১২তম গ্রেডের ৪ হাজার ২৭২টি শূন্য পদের কথা উল্লেখ করা হয়।

তবে আদালতের নির্দেশনা অনুযায়ী স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী (পুর)/উপজেলা সহকারী প্রকৌশলীর ১৫৬টি পদে পছন্দক্রম চায়নি পিএসসি।

টেলিটক বা পিএসসির ওয়েবসাইটে প্রবেশ করে নন-ক্যাডার পদের জন্য নির্ধারিত ফরম পূরণ করে ৭ সেপ্টেম্বর এর মধ্যে জমা দিতে হবে। নির্ধারিত তারিখের মধ্যে আবেদনপত্র জমা না দিলে নন-ক্যাডার পদের জন্য সংশ্লিষ্ট প্রার্থীকে বিবেচনা করা হবে না।

এর আগে গত ২-১৬ জুন পর্যন্ত নন-ক্যাডার পদের পছন্দক্রম চাওয়া হয়। কিন্তু এলজিইডির ১৫৬টি পদের জটিলতায় আবেদনপ্রক্রিয়া আটকে যায়।

পিএসসি ৪০তম বিসিএসের নন-ক্যাডারের যে তালিকা প্রকাশ করেছে, তাতে এসব পদও নির্বাচন করার সুযোগ রাখা হয়েছিল। তবে এলজিইডি কর্তৃপক্ষ সরকারি কর্ম কমিশনে (পিএসসি) ১৫৬টি পদ প্রত্যাহার চেয়ে পিএসসির কাছে আবেদন করে।। পরে এ নিয়ে রিট হলে হাইকোর্টের আপিল বিভাগ সম্প্রতি ১৫৬ পদের নিয়োগে স্থিতাবস্থা বজায় রাখার আদেশ দেন। এর ফলে ৪০তম বিসিএসের নন–ক্যাডার পদের সবার নিয়োগপ্রক্রিয়া আটকে যায়। তাই ৪০তম বিসিএসের নন-ক্যাডারে অপেক্ষমাণ প্রার্থীদের আবার পছন্দের পদে আবেদন করতে হচ্ছে।

Link copied!