• ঢাকা
  • রবিবার, ১৫ ডিসেম্বর, ২০২৪, ৩০ অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জমাদিউস সানি ১৪৪৬

একাধিক পদে নিয়োগ দিচ্ছে কোল পাওয়ার জেনারেশন কোম্পানি বাংলাদেশ লিমিটেড


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: আগস্ট ৬, ২০২৩, ১১:৩৬ এএম
একাধিক পদে নিয়োগ দিচ্ছে কোল পাওয়ার জেনারেশন কোম্পানি বাংলাদেশ লিমিটেড

বাংলাদেশ সরকারের শতভাগ মালিকানাধীন প্রতিষ্ঠান কোল পাওয়ার জেনারেশন কোম্পানি বাংলাদেশ লিমিটেডের (সিপিজিসিবিএল) অধীন একাধিক পদে লোকবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। আগ্রহীদের অনলাইনে আবেদন করতে হবে।

পদের নাম
ল্যাব টেকনিশিয়ান
পদসংখ্যা

যোগ্যতা
এসএসসি (বিজ্ঞান)/ সমমানসহ কেমিক্যাল ইন্ডাস্ট্রি পরিচালনা এবং সংরক্ষণ বিষয়ে দুই বছরের ট্রেড কোর্স পাস।
অভিজ্ঞতা
২ বছর।
বয়স
২০-৩০ বছর
বেতন
১৪,৫০০ টাকা

 

পদের নাম
ফোরম্যান
পদসংখ্যা

যোগ্যতা
এসএসসি/ সমমানসহ ইলেকট্রিক্যাল ওয়ার্কস অ্যান্ড মেইনটেন্যান্স/ মেকানিক্যাল মেইনটেন্যান্স/ 
মেশিন টুলস অপারেশন/ মেশিন টুলস অপারেশন অ্যান্ড মেইনটেন্যান্স/
ইলেকট্রনিক কন্ট্রোল অ্যান্ড কমিউনিকেশন বিষয়ে দুই বছরের ট্রেড কোর্স পাস।

অভিজ্ঞতা

১৫ বছর। 
বয়স
৩৫-৫০ বছর।
বেতন
১৪,৫০০ টাকা।

 

পদের নাম
ইলেকট্রিশিয়ান।
পদসংখ্যা
৬।
যোগ্যতা
এসএসসি (বিজ্ঞান)/ সমমানসহ ইলেকট্রিক্যাল ওয়ার্কস অ্যান্ড মেইনটেন্যান্স বিষয়ে দুই বছরের ট্রেড কোর্স পাস। 
অভিজ্ঞতা
১২ বছর। 
বয়স
২০-৩৫ বছর।
বেতন
১৪,৫০০ টাকা।

 

পদের নাম
ফিটার।
পদসংখ্যা
৬।
যোগ্যতা
এসএসসি (বিজ্ঞান)/ সমমানসহ মেকানিক্যাল মেইনটেন্যান্স/ মেশিন টুলস অপারেশন/ 
মেশিন টুলস অপারেশন অ্যান্ড মেইনটেন্যান্স বিষয়ে দুই বছরের ট্রেড কোর্স পাস। 
অভিজ্ঞতা
২ বছর।
বয়স
২০-৩৫ বছর।
বেতন
১৪,৫০০ টাকা।

 

পদের নাম
মেশিনিস্ট/টেকনিশিয়ান।
পদসংখ্যা
৮।
যোগ্যতা
এসএসসি/ সমমানসহ মেকানিক্যাল মেইনটেন্যান্স/ মেশিন টুলস অপারেশন/ 
মেশিন টুলস অপারেশন অ্যান্ড মেইনটেন্যান্স বিষয়ে দুই বছরের ট্রেড কোর্স পাস।
অভিজ্ঞতা
২ বছর।
বয়স
২০-৩৫ বছর।
বেতন
১৪,৫০০ টাকা।

 

পদের নাম
ইনস্ট্রুমেন্ট মেকানিকস।
পদসংখ্যা
৪।
যোগ্যতা
এসএসসি (বিজ্ঞান)/ সমমানসহ ইলেকট্রনিক কন্ট্রোল অ্যান্ড কমিউনিকেশন বিষয়ে দুই বছরের ট্রেড কোর্স পাস।
অভিজ্ঞতা
২ বছর।
বয়স
২০-৩৫ বছর।
বেতন
১৪,৫০০ টাকা।

 

পদের নাম
অগ্নিনির্বাপনকারী অপারেটর।
পদসংখ্যা
৪।
যোগ্যতা
এসএসসি বা সমমান পাস। উচ্চতা ৫ ফুট ৬ ইঞ্চি (ন্যূনতম); বুকের মাপ ৩২ ইঞ্চি (ন্যূনতম);
ত্রুটিমুক্ত শারীরিক গঠন ও অবিবাহিত হতে হবে। 
বয়স
১৮-৩০ বছর।
বেতন
১৫,৫০০ টাকা।

 

পদের নাম
এক্সকাভেটর অপারেটর।
পদসংখ্যা
৪।
যোগ্যতা
এসএসসি, এসএসসি (ভোকেশনাল) বা সমমান পাস। 
 অভিজ্ঞতা
৩ বছর।
বয়স
২২-৩৫ বছর।
বেতন
১৫,৫০০ টাকা।

 

পদের নাম
ডাম্পট্রাক অপারেটর।
পদসংখ্যা
৪।
যোগ্যতা: এসএসসি, এসএসসি (ভোকেশনাল) বা সমমান পাস।
অভিজ্ঞতা
৪ বছর।
বয়স
২২-৩৫ বছর।
বেতন
১৫,৫০০ টাকা।

 

পদের নাম
পে-লোড অপারেটর।
পদসংখ্যা
৪।
যোগ্যতা
এসএসসি, এসএসসি (ভোকেশনাল) বা সমমান পাস। 
অভিজ্ঞতা
৪ বছর।
বয়স
২২-৩৫ বছর।
বেতন
১৫,৫০০ টাকা।

 

পদের নাম
বুলডোজার অপারেটর।
পদসংখ্যা
৪।
যোগ্যতা
এসএসসি, এসএসসি (ভোকেশনাল) বা সমমান পাস।
অভিজ্ঞতা
৪ বছর।
বয়স
২২-৩৫ বছর।
বেতন
১৫,৫০০ টাকা।

 

পদের নাম
রিকেলেইমার/স্টেকার অপারেটর।
পদসংখ্যা
৪।
যোগ্যতা
এসএসসি, এসএসসি (ভোকেশনাল) বা সমমান পাস।
অভিজ্ঞতা
৪ বছর।
বয়স
২২-৩৫ বছর।
বেতন
১৫,৫০০ টাকা।

 

পদের নাম
ফর্ক লিফট অপারেটর।
পদসংখ্যা
২।
যোগ্যতা
এসএসসি, এসএসসি (ভোকেশনাল) বা এসএসসি (বিজ্ঞান)/ সমমান পাস। 
অভিজ্ঞতা
৪ বছর।
বয়স
২২-৩৫ বছর।
বেতন
১৫,৫০০ টাকা।

 

পদের নাম
ক্রেন অপারেটর।
পদসংখ্যা
২।
যোগ্যতা
এসএসসি পাস। ভারী যানবাহন চালনার বৈধ লাইসেন্স থাকতে হবে।
অভিজ্ঞতা
২ বছর।
বয়স
২০-৩৫ বছর।
বেতন
১৫,৫০০ টাকা।

 

পদের নাম
পাম্প অপারেটর।
পদসংখ্যা
২।
যোগ্যতা
এসএসসি (বিজ্ঞান)/ সমমানসহ মেকানিক্যাল মেইনটেন্যান্স/ মেশিন টুলস অপারেশন/
মেশিন টুলস অপারেশন অ্যান্ড মেইনটেন্যান্স বিষয়ে দুই বছরের ট্রেড কোর্স পাস।
অভিজ্ঞতা
২ বছর।
বয়স
২০-৩৫ বছর।
বেতন
১৫,৫০০ টাকা।

 

পদের নাম
আর্মেচার উইন্ডার।
পদসংখ্যা
১।
যোগ্যতা
সংশ্লিষ্ট বিষয়ে এসএসসি (ভোকেশনাল) বা এসএসসি (বিজ্ঞান)/ সমমান পাস।
অভিজ্ঞতা
2 বছর।
বয়স
২০-৩০ বছর।
বেতন
১৪,৫০০ টাকা।

 

পদের নাম
ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট।
পদসংখ্যা
৫০।
যোগ্যতা
এসএসসি (বিজ্ঞান)/ সমমান পাস। 
বয়স
১৮-৩০ বছর।
বেতন
১৪,৫০০ টাকা।

 

পদের নাম
নিরাপত্তা সহায়ক/ প্রহরী।
পদসংখ্যা
৩০।
যোগ্যতা
এসএসসি/ সমমান পাস। উচ্চতা কমপক্ষে ৫ ফুট ৪ ইঞ্চি, বুকের মাপ ৩২ ইঞ্চি। 
আইনশৃঙ্খলা-সম্পর্কিত প্রাথমিক জ্ঞান ও প্রশিক্ষণ থাকতে হবে। 
বয়স
১৮-৩০ বছর।
বেতন
১৪,৫০০ টাকা।

 

চাকরির ধরন
চুক্তি ভিত্তি  (৩ বছর) ।

 

আবেদন পদ্ধতি
বিস্তারিত জানতে ও আবেদন করতে এই ওয়েবসাইটে ক্লিক করুন।

 

আবেদন ফি
৫০০ টাকা।

 

আবেদনের শেষ সময়
২৭ আগস্ট,২০২৩।

Link copied!