• ঢাকা
  • বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ১১ জমাদিউস সানি ১৪৪৬

১ম গ্রেডে সরকারি সংস্থায় চাকরি, ২৫ বছরের অভিজ্ঞতা থাকলেই আবেদন


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: আগস্ট ২৬, ২০২৩, ০৪:২২ পিএম
১ম গ্রেডে সরকারি সংস্থায় চাকরি, ২৫ বছরের অভিজ্ঞতা থাকলেই আবেদন
ছবি: সংগৃহীত

অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের অধীন স্বায়ত্তশাসিত সংস্থা সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (এসডিএফ) কর্মী নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। সংস্থাটি প্রধান কার্যালয়ে ব্যবস্থাপনা পরিচালক পদে কর্মকর্তা নিয়োগ দেবে। আগ্রহী প্রার্থীদের সরাসরি বা ডাকযোগে আবেদনপত্র পাঠানোর পর ই–মেইলে আবেদনের সফট কপি পাঠাতে হবে।

পদের নাম
ব্যবস্থাপনা পরিচালক

পদসংখ্যা

যোগ্যতা
স্নাতকোত্তর ডিগ্রি

অভিজ্ঞতা
২৫ বছর

বয়স
৫৫ থেকে ৬০ বছর

চাকরির ধরন
তিন বছরের চুক্তিভিত্তিক

কর্মস্থল
প্রধান কার্যালয়, ঢাকা

বেতন স্কেল
১,৫১,২৫০ থেকে ২,৫১,২৫০ টাকা (গ্রেড–১)

আবেদন পদ্ধতি
আবেদনকারীর নাম, বর্তমান ও স্থায়ী ঠিকানা, ফোন/মুঠোফোন নম্বর, ই-মেইল, জন্মতারিখ, জাতীয়তা, শিক্ষাগত যোগ্যতা, পদের নামসহ কর্মদক্ষতার পূর্ণাঙ্গ বিবরণ উল্লেখ করে পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্তসহ শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সব সনদের অনুলিপি, জাতীয় পরিচয়পত্রের ফটোকপি ও দুই কপি পাসপোর্ট সাইজের ছবি প্রথম শ্রেণির গেজেটেড কর্মকর্তা কর্তৃক সত্যায়িত করে আবেদনপত্রের সঙ্গে সংযুক্ত করে ডাকযোগে বা সরাসরি পাঠাতে হবে। এরপর আবেদনপত্রের সফট কপি ই–মেইলে পাঠাতে হবে। আবেদন পদ্ধতি ও বিস্তারিত জানতে এই লিংকে ক্লিক করুন।

আবেদনপত্র পাঠানোর ঠিকানা
চেয়ারপারসন, সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (এসডিএফ), ২২/২২, খিলজি রোড, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭। ই–মেইল ঠিকানা: [email protected]

আবেদনের শেষ সময়
১৭ সেপ্টেম্বর ২০২৩

Link copied!