প্রযুক্তির ছোঁয়ায় বিশ্বে দ্রুত পরিবর্তন হচ্ছে পেশার। কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) এরই মধ্যে অনেক ক্ষেত্রে মানুষের জায়গা নিয়ে নিয়েছে। বিশ্ব অর্থনৈতিক ফোরাম বলছে, আগামী ৫ বছরে চাকরির বাজারে বড় পরিবর্তন দেখা যাবে। এখন যেসব চাকরির ছড়াছড়ি, সেগুলো আগামীকাল না-ও থাকতে পারে।
সম্প্রতি বিশ্ব অর্থনৈতিক ফোরামের ‘ফিউচার অব জবস রিপোর্ট ২০২৫’-এসব তথ্য উঠে এসেছে। প্রতিবেদনটিতে বলা হয়, ২০৩০ সালের মধ্যে ১৭ কোটি নতুন চাকরি তৈরি হবে, কিন্তু ৯ কোটি ২০ লাখ মানুষ তাদের চাকরি হারাতে পারে। ফলে মোট ৭ কোটি ২০ লাখ নতুন চাকরি তৈরি হবে।
আগামী পাঁচ বছরে কোন সেক্টরে চাকরির চাহিদা বাড়বে, সে বিষয়ে ধারণা দেওয়া হয়েছে।
৫ বছরে যে ১০ চাকরির চাহিদা বাড়বে
বিগ ডেটা বিশেষজ্ঞ
আর্থিক প্রযুক্তি বিশেষজ্ঞ
এআই অ্যান্ড মেশিন লার্নিং বিশেষজ্ঞ
সফটওয়্যার ও অ্যাপ্লিকেশন ডেভেলপার
নিরাপত্তা ব্যবস্থাপনা বিশেষজ্ঞ
ডেটা ওয়্যারহাউজিং বিশেষজ্ঞ
বৈদ্যুতিক যান বিশেষজ্ঞ
ইউআই ও ইউএক্স ডিজাইনার (ইউআইয়ের পূর্ণরূপ হলো ইউজার ইন্টারেফস। বিভিন্ন ওয়েবসাইট, অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে একজন ইউজার হিসেবে আমরা যে ইউজার ইন্টারফেসটি ব্যবহার করছি তাই ইউজার ইন্টারেফস। অপরদিকে ইউএক্সের পূর্ণরূপ হলো ইউজার এক্সপেরিয়েন্স। যেকোনো প্রোডাক্ট ডিজাইনের ক্ষেত্রে বিবেচনা করার ধাপ হিসেবে বিবেচনা করা হয় ইউএক্স ডিজাইনকে।)
লাইট ট্রাক অ্যান্ড ডেলিভারি সার্ভিসের গাড়িচালক
ইন্টারনেট সংযোগ বিশেষজ্ঞ
 
                
              
 
																 
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                    






































