• ঢাকা
  • বুধবার, ২৩ অক্টোবর, ২০২৪, ৭ কার্তিক ১৪৩১, ১৯ রবিউস সানি ১৪৪৬

১৮ লাখ টাকা বেতনে এনজিওতে চাকরির সুযোগ


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: আগস্ট ১১, ২০২২, ০৯:৪৭ এএম
১৮ লাখ টাকা বেতনে এনজিওতে চাকরির সুযোগ

সম্প্রতি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আন্তর্জাতিক সংস্থা অক্সফাম। প্রতিষ্ঠানটি বাংলাদেশে লোকবল নিয়োগ দেবে। আগ্রহীরা ২২ আগস্ট পর্যন্ত অনলাইনের আবেদন করতে পারবেন।

প্রতিষ্ঠানের নাম

আন্তর্জাতিক সংস্থা অক্সফাম।

পদের নাম

পিএইচপি কো-অর্ডিনেটর, সিই অ্যান্ড সিপিটি–এইচপি থ্রি প্রজেক্ট। 

পদের সংখ্যা

নির্ধারিত না। 

শিক্ষাগত যোগ্যতা 

নৃবিজ্ঞান/ সমাজবিজ্ঞান/ কমিউনিকেশন, কমিউনিটি ডেভেলপমেন্ট স্টাডিজ, সিভিল/ ওয়াটার ইঞ্জিনিয়ারিং বা এ ধরনের বিষয়ে স্নাতক ডিগ্রি থাকতে হবে।

অভিজ্ঞতা

পাঁচ বছর।  

দক্ষতা

পাবলিক হেলথ বা ওয়াস প্রোগ্রামিং বিষয়ে জানাশোনা থাকতে হবে। যোগাযোগে দক্ষ হতে হবে। ইংরেজি ও বাংলা ভাষায় সাবলীল হতে হবে।

কর্মস্থল

চূড়ান্ত নিয়োগের পর কাজ করতে হবে কক্সবাজারের টেকনাফে। কর্মঘণ্টা: সপ্তাহে ৩৭.৫ ঘণ্টা।

বেতন ও সুযোগ সুবিধা

বছরে (১৩ মাস) বেতন ১৮ লাখ ৩০ হাজার ২১০ টাকা। এ ছাড়া কর্মীর স্বামী বা স্ত্রী ও সন্তানদের জন্য চিকিৎসা সুবিধা, প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, ছুটি ও ইনস্যুরেন্সের সুবিধা দেওয়া হবে।

আবেদন প্রক্রিয়া 

আগ্রহীদের আবেদন করতে হবে (https://jobs.oxfam.org.uk/vacancy/php-coordinator-ce--cpt--ahp-iii-project-int8793/17776/description/) অনলাইনে। 

আবেদনের শেষ সময়

২২ আগস্ট, ২০২২।

Link copied!